ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হল বালকদের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান এবং সপ্তাহব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন। জাতীয় পর্যায়ে” শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৫) উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দাউদপুর ফুটবল একাডেমী মাঠ রূপগঞ্জে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফুটবল প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৪ জন বালক (অনূর্ধ্ব-১৫) খেলোয়াড় ৪টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সবুজ দল – নীল দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার যোগ্যতা অর্জন করে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় ফুটবল প্রতিযোগিতার সমাপনী এবং ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র বলেন, জাতীয় পর্যায়ে” শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক (অনূর্ধ্ব-১৫) উপলক্ষে নারায়ণঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতা থেকে বাছাইকৃত প্রতিভাবান ২৪ জন বালককে আজ সকাল ৯টা খেকে দাউদপুর ফুটবল একাডেমী মাঠ রূপগঞ্জে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া এ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার, সনদপত্র এবং অংশগ্রহণকারী সকলের জন্য নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে জার্সি প্রদান করা হয়। একই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। মূলত তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, ক্রীড়া প্রতিভার বিকাশ ও অন্বেষণ কার্যক্রমকে বেগবান করাসহ নতুন খেলোয়ার সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিস।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯