ডান্ডিবার্তা রিপোর্ট অবিলম্বে গ্যাস-বিদ্যুৎ এর বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি করেছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা। গতকাল মঙ্গলবার বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, সামাজিক যোগযোগ মাধ্যমে নজরদারী ও ফোনে আঁড়িপাতার প্রতিবাদে বিকাল ৪ টায়, জাতীয় প্রেসক্লাব এর সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এর কর্মসূচিতে নেতৃবৃন্দ এই কথা বলেন। মোর্চার সমন্বয়ক নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণমুক্তি ইউনিয়নের আহবাক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলার চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম প্রমূখ। নেতৃবৃন্দ বলেন, এই সরকার গণশুনানীকে বাদ দিয়ে রাতের অন্ধকারে গত ১৪ বছরে খুচরা পর্যায়ে ১১বার বিদ্যুৎ এবং বারবার গ্যাসের দাম বাড়িয়েছে। যার ফলে দেশে প্রত্যকটি পণ্যের দাম বেড়েছে। মানুষের আয় বাড়েনি, অথচ ব্যয় বড়েছে বহুগুন। যার ফলে মানুষের জীবনে চরম দুঃখকণ্ঠের মধ্যে দিনানিপাত করছে। বিদ্যুৎ-গ্যাস-নিত্যপণ্যের দাম বৃদ্ধিকে কাজে লাগিয়ে লুটেরা সরকারের আশিরবাদ পুষ্ট ব্যাবসাী গোষ্ঠী গত ১৪ বছরে দেশে হাজার হাজার কোটিপতি বেড়েছে। তারা এই সব টাকা দেশেও রাখেনি। বিদেশে পাচার করেছে। আজ দেশ এক লুটপাটের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। নেতৃবৃন্দ সামাজিক যোগযোগ মাধ্যমে নজরদারী ও ফোনে আঁড়িপাতার মাধ্যমে নাগরিকদের জীবনের গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। নেতবৃন্দ, দেশের বিদ্যমান শোষণ ও বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থাকে সুরক্ষা দেওয়ার জন্যে বৃহৎ ধনিকগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধি আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবন্ধ হয়ে শ্রমিক-কৃষক জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে যুক্ত হওয়ার আহ্বান জানান।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯