আজ বুধবার | ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১ | ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬ | সন্ধ্যা ৭:৩০

যানজট বেড়েই চলছে পাগলা-ফতুল্লা রুটে!

ডান্ডিবার্তা | ২৬ জানুয়ারি, ২০২৩ | ১০:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট অসহনীয় যানজটের চলাচলে অযোগ্য হয়ে পড়েছে ঢাকা-নারায়ণগঞ্জের পুরাতন সড়কটি। সকাল থকে শুরু করে রাত পর্যন্ত নারায়ণগঞ্জের পুলিশ লাইন থেকে শুরু করে ফতুল্লার বিভিন্ন স্থানে অসহনীয় যানজট সৃষ্ট হচ্ছে বিভিন্ন সড়কে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে ফতুল্লার সাধারন মানুষ। তবে যানজটের মাত্রা বৃদ্ধি পেলেও এ সমস্যা নিরসনে তেমন কোন ভূমিকা পালন করছে না সংশ্লিষ্ট কতৃপক্ষকে। তবে ফতুল্লায় যানজট কমিয়ে আনতে হলে ট্রাফিকদের সঠিক দায়িত্ব পালন, রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা ফুটপাতকে হকার মুক্ত করা, সেখানে সেখানে গাড়ি পার্কি বন্ধ করতে হবে। নতুবা ফতুল্লায় যানজট কোন ভাবে নিয়ন্ত্রন করা যাবে না বলে মনে করছেন ফতুল্লাবাসী। সূত্রমতে, ফতুল্লা এখন যানজটের নগরীতে পরিনত হয়েছে যেমনটি রয়েছে রাজধানী ঢাকায়। প্রতিদিন সকাল থেকে শুরু হওয়া এই যানজট সারাদিন থাকে। ফতুল্লার যানজট অনেকটা লিংক রোড়, পাগলা সড়কে ছড়িয়ে পরে। এর ফলে ঘন্টার ঘন্টা যানজটের কবলে পরে সময় নষ্ট হয় পথচারীকে। দীর্ঘ সময় ব্যাপী যানজটের ফলে ফতুল্লা থেকে শহরে আসতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা। শহরের চষাঢ়া থেকে ২নং গেইট যেতে সময় লাগে আধ ঘন্টা কিংবা তারও বেশী। যানজটের এই দুর্ভোগের শিকার হচ্ছে স্কুল, কলেজ গামী শিক্ষাথী ও অফিসগামী মানুষ। ফতুল্লার যানজটের কবলে পরে তারা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কর্মক্ষেত্রে বিলম্বে যেতে হচ্ছে বলে অভিযোগ তাদের। তাদের দাবী এ রুটে যানজটের জন্য কোন শনি-মঙ্গলবারের প্রয়োজন হয়না, আল্লাহর ৩০ দিনই এরুটে যানজট লেগেই থাকে। সরেজমিনে ঘুরে দেখা যায়, এ সড়কটিতে যানজটের মুলে রয়েছে যত্রতত্র গাড়ি পার্কিং, ব্যাটারী চালিত ইজিবাইক ও মিশুকগুলো নিয়মনীতি তোয়াক্কা না করে একের পর এক লাইন করে রাজপথ দলখ করে গাড়ি চালানো, রাস্তার উভয় পাশে মালামালের স্তুপ, একাধিক অবৈধ ষ্ট্যান্ড এবং উভয়পাশে গড়ে উঠা ফুটপাতগুলো হচ্ছে যানজটের অন্যতম কারন। ফতুল্লার পুলিশ লাইন লোহার মার্কেটে যত্রতত্র লোড-আনলোড ট্রাক প্রবেশ, পঞ্চবটী ৫ তলা কলোনী সংলগ্ন বিসিকে প্রবেশের নতুন লিংক রোড, পঞ্চবটী আওযামীলীগের অীফস ও পাম্পের পাশে গড়ে উঠা ইজিবাইক ষ্ট্যান্ড,মুন্সিগঞ্জের রুটে প্রবেশের মুখে অবৈধ ষ্ট্যান্ড এবং রাস্তার দুই পাশে নেতাদের মাধ্যমে গড়ে উঠা ফুটপাত, ধর্মগঞ্জে প্রবেশমুখটি সরু, পদ্মা ও যমুনা তেল ডিপোর সামনে অকারনে দাড়িয়ে থাকা ট্যাকলড়ী, উল্টো পাশে এবি স্কেল, ফতুল্লা বাজারে প্রবেশ মুখে লোডকৃত পন্যবাহী ট্রাক এবং মিশুক-ইজিবাইক, পোষ্ট অফিসের সামনে উভয়পাশে ইজিবাইক ষ্ট্যান্ড, দাপা এলাকায় লোড-আনলোড ট্রাক, পাগলা বাজারে কুতুবপুর প্রবেশের সরু রোডে ইজিবাইক ষ্ট্যান্ড, পাগলা তালতলা ও মুন্সিখোলা রোডের উভয় পাশে সারিবদ্ধ লোড-আনলোড ট্রাক এবং নির্মান সামগ্রী রাস্তার উভয় পাশে যত্রতত্র ফেলে রেখে মোটা রাস্তা সরু করে দিয়ে যানজটের সৃষ্টি করছে অর্থলোভী কিছু পাতি নেতা ও ট্রাফিক পুলিশ। স্থানীয়দের মতে, পুরাতন এক সড়কটি এখনও অনেক গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে আমাদের সাধারন মানুষের জন্য। কিন্তু পাতি নেতা আর ট্রাফিকদের মাত্রাতিরিক্ত অর্থলোভের ফলে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা গাড়িতে সময় নষ্ট করতে হচ্ছে। এরুটে শহর থেকে প্রবেশের প্রথমে পঞ্চবটী এলাকায় ট্রাফিক পুলিশ ও কিছু নেতার সমন্ময়ে রাস্তার উভয় পাশে অবৈধ ষ্ট্যান্ডের পাশাপাশি ফুটপাতও দখল করে রাখা হয়েছে। আবার পাগলা কুতুবপুরের প্রবেশ মুখ এবং ফতুল্লার পোষ্ট অফিসের সামনে ঠিক একই অবস্থা। যদি ট্রাফিক পুলিশ এ সকল অবৈধ ষ্ট্যান্ড কিংবা ফুটপাত দ্রুত উচ্ছেদের ব্যবস্থা না নেয় তাহলে আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে জানান তারা। ফতুল্লার যানজট নিয়ন্ত্রনে আনতে হলে অবৈধ রিকশা, ফুটপাত হকার মুক্ত করা, সড়কের পাশে যানবাহন পাকিং বন্ধ করতে হবে বলে মনে করছেন সচেতন মহল। অন্যথায় ফতুল্লায় যানজট কোন ভাবেই রোধ করা সম্ভব হবে না। অপর দিকে যানজটের জন্য ট্রাফিক পুলিশকে দায়ি বলে মনে করছেন ভুক্তভোগীরা। তবে এই সমস্যা নিরসনে ট্রাফিক পুলিশ একটু দায়িত্বশীল হলেই এ সমস্যা থাকে না বলে মনে করছেন সচেতন মহল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা