আজ বুধবার | ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১ | ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৯:৩৮

না’গঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষ

ডান্ডিবার্তা | ২৬ জানুয়ারি, ২০২৩ | ১১:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় আগে প্রবেশ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মাহাবুব- রফিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। এসময় দিপু ভুইয়া সমর্থিত রফিক গ্রুপের নেতাকর্মীদের হামলায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, তার কর্মী অপু, জসিমসহ উভয় গ্রুপের কয়েকজন আহত হন। গতকাল বুধবার শহরের দেওভোগে জান্নাত কনভেনশন হলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এসময় কর্মী সম্মেলনে যোগ দিতে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকের নেতৃত্বে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন। একই সময় মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এসময় সম্মেলনস্থলে প্রবেশ করাকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে স্লোগান পাল্টা স্লোগানের এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের নেতাকর্মীরা। সংঘর্ষের এক পর্যায়ে মাহাবুবের হয়ে রফিক সমর্থকদের ওপর হামলা চালায় ফতুল্লা থানা স্বেচ্চাসেবকদলের সদস্য সচিব রাসেল মাহামুদ। ফলে পিছু হটে যায় রফিক সমর্থিত নেতা- কর্মীরা। এতে মাহবুব ও তার সমর্থিত নেতাকর্মীরা মারধরের শিকার হন ও তাদের ২ কর্মী মারাত্মক আহত হন। পরে তাদের রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম সহ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সদর মডেল থানা পুলিশের একাধিক টিম। এসময় সম্মেলনস্থলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম জানান, ভুল বুঝাবুঝিতে কিছুটা সমস্যা হয়েছিল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা