আজ শুক্রবার | ৩১ জানুয়ারি ২০২৫ | ১৭ মাঘ ১৪৩১ | ৩০ রজব ১৪৪৬ | রাত ৮:৩৬

আ’লীগের নিষ্ক্রিয়তায় বিএনপি চাঙ্গা!

ডান্ডিবার্তা | ২৯ জানুয়ারি, ২০২৩ | ৯:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ক্ষমতাসীনদের মধ্যে দলীয় কোন্দলের মাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। কোন ভাবেই নিরসন করা যাচ্ছে না দীর্ঘদীন ধরে চলমান এ বিরোধ। নির্বাচনের আগ মুহুর্তে ঐক্য হওয়ার বদলের দলীয় কোন্দল বৃদ্ধি পাওয়ার বিষয়টি ভাল চোঁখে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকমহল।  ইতিমধ্যে বহুল কাঙ্খিত জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত সম্পূর্ণ হয়েছে। পূর্বে বহাল থাকা সভাপতি আঃ হাই এবং আবু হাসনাত শহীদ বাদলকেই পূর্নঃবহাল রাখা হয়। সম্মেলনের মাধ্যমে দীর্ঘদীনের কোন্দল নিরসন হবে বলে ধারনা করা হলেও হচ্ছে এর উল্টো। এ অবস্থায় দলের মধ্যকার নেতৃবৃন্দের মাঝে বিরাজ করছে হতাশা। নড়বড় হয়ে যাচ্ছে দলীয় সাংগঠনিক ভিত্তি। সম্মেলনের পরবর্তী সময়ে জেলা আওয়ামীলীগের প্রভাবশালী দুই নেতার পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করার পর থেকে নতুন কমিটির কোন্দল আবারো প্রকাশ্যে চলে আসে। এছাড়াও জেলায় ক্ষমতাসীনদলের প্রভাবশালী নেতা সাংসদ শামীম ওসমান এবং মেয়র সেলিনা হায়াত আইভীর দ্বন্ধও দীর্ঘদীন ধরে চলামান। এর মধ্যে প্রভাবশালী এই নেতার দ্বন্ধের মধ্য দিয়ে নতুন করে জেলা আওয়ামীলীগের কান্ডারী সভাপতি এবং সাধারন সম্পাদকের বৈরী সর্ম্পক তৈরী হওয়ায় দলীয় কোন্দলে আবারো একধাপ এগিয়ে গেলো আওয়ামীলীগ। নির্বাচনের আগমুহুর্তে দলীয় কোন্দলের বিষয়টি নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ায় তা দলের জন্য মঙ্গলকর নয় বলে সিনিয়র নেতৃবৃন্দ মনে করছেন। দলের সিনিয়র নেতৃবৃন্দের মাঝে এ অবস্থা চলমান থাকে তাহলে এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে ধারনা করা হচ্ছে। জানা যায়, দেড়যুগেরও বেশি সময় ধরে আওয়ামীলীগ ক্ষমতায় আসীন রয়েছে। নারায়ণগঞ্জের মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা ধারণা করেছিল আধুনিক নারায়ণগঞ্জ গড়তে একক ভাবে ক্ষমতায় থাকা আওয়ামীলীগের দ্বন্ধ সংঘাত নিরসন হবে। নারায়ণগঞ্জের ৫টি আসনেই মহাজোটের প্রার্থীরা বিজয়ী হওয়াসহ এই প্রথম নারায়ণগঞ্জ থেকে মন্ত্রী হিসেবে গোলাম দস্তজীর গাজীর শপথের মাধ্যমে জেলাবাসীর দীর্ঘদীনের স্বপ্ন পূর্ণতা লাভ করেছে। একজন পূর্নমন্ত্রী পাওয়ায় আওয়ামীলীগের মতাদর্শে বিশ্বাসীরা মনে প্রাণে ভেবেছিল নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে জনপ্রতিনিধিরা অতীতের সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। আওয়ামীলীগের ৩ এমপির পাশাপাশি জাতীয়পার্টির দুই এমপিও নারায়ণগঞ্জের উন্নয়নে একহয়ে কাজ করার অঙ্গিকার করেছিল। সদর-বন্দর আসনের সাংসদ সেলিম ওসমান জনপ্রতিনিধিদের এক টেবিলে বসার আহবান জানিয়েও কোন সারা পাননি। নির্বাচনের পর যে আশা নিয়ে আওয়ামীলীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখেছিল তা দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নির্বাচনের পর মন্ত্রী সভায় নারায়ণগঞ্জের গোলাম দস্তগীর গাজী ঠাঁই পাওয়ার পর দিন যত যাচ্ছে দলে অনৈক্য দিন দিন যেন বেড়েই চলেছে। অথচ নেতা-কর্মীরা ভেবেছিল নারায়ণগঞ্জে আওয়ামীলীগের দ্বন্ধ নিরসন হতে চলছে। একাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভের নেপথ্যে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করেছিলেন। অতীতের বিভেদ ভুলে দলীয় প্রধানের নির্দেশে নির্বাচনী মাঠে কাজ করায় মহাজোটের প্রার্থীরা বিজয়ী হতে পেরেছেন। আর প্রার্থীদের বিজয়ী করার পর বর্তমানে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতিতে ঐক্যের সুবাতাস বইবে এমনটা সকলের কাম্য থাকলেও নারায়ণগঞ্জ আওয়ামীলীগে দ্বিধা বিভক্তি আরো বাড়ছে। ইতিমধ্যে, সম্মেলনের পর পরই জেলা আওয়ামীলীগের নেতৃত্বে আসা প্রধান দুই নেতার আলাদা আলাদা ভাবে শ্রদ্ধা নিবেদন জানানো নিয়ে আওয়ামীলীগে দ্বিধা বিভক্তি দৃশ্যমান হতে শুরু করেছে। নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অধিকাংশ নেতা-কর্মী মনে করে এই বিভাজনের ফলে নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপির যে ভরাডুবি ঘটেছিল আওয়ামীলীগের দৃশ্যমান কোন্দলের কারণে বিএনপি নারায়ণগঞ্জে আবার ঘুরে দাঁড়াতে পারে। নারায়ণগঞ্জবাসী মনে করে আধুনিক নারায়ণগঞ্জ গড়তে এখানকার জনপ্রতিনিধিরা ব্যর্থ হলে ইতিহাসের পাতায় তারা ভিন্ন আঙ্গিকে চিহিৃত হয়ে থাকবে। কারণ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক বার বলেছেন, নারায়ণগঞ্জের উন্নয়নে আমি সব কিছু করব। এই উন্নয়ন যদি না হয় তার জন্য বর্তমান জনপ্রতিনিধিদের কোন্দলই দায়ি হিসাবে চিহিৃত হয়ে থাকবে বলে নারায়ণগঞ্জবাসী মনে করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা