আজ শনিবার | ১২ এপ্রিল ২০২৫ | ২৯ চৈত্র ১৪৩১ | ১৩ শাওয়াল ১৪৪৬ | বিকাল ৪:০৪

হেপাটাইটিস-বি ভূয়া টিকা বিক্রি প্রতারক চক্রের ২ সদস্য আটক

ডান্ডিবার্তা | ৩১ জানুয়ারি, ২০২৩ | ১১:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট গতকাল সোমবার সকালে বন্দর থানাধীন নাসিক ২৫নং ওয়ার্ডের আওতাধীন ৪৩নং দক্ষিণ লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৭নং লক্ষণখোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হেপাটাইটিস-বি এর টিকা দেয়ার সময় প্রতারক চক্রের ২সদস্যকে আটক করে স্থানীয় জনসাধারণ। আটককৃত নুরুল ইসলাম বরিশালের বাকেরগঞ্জ থানার দাড়িয়াল গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে এবং আসিফ একই থানার সঠিকহুলা গ্রামের জামাল হোসেনের ছেলে বলে জানা গেছে। সোনারগাঁয়ের কাঁচপুরে নামসর্বস্ব একটি অফিস খুলে হলি হেলথ কেয়ার ভ্যাক্সিনেশন সেন্টার নামে একটি প্রতিষ্ঠান কোনরূপ প্রশিক্ষণ না দিয়ে অদক্ষ কর্মীদের দিয়ে নারায়ণগঞ্জ সিটি এরিয়া সহ জেলার বিভিন্ন উপজেলার অন্তর্গত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদেরকে হেপাটাইটিস-বি এর টিকা দিয়ে যাচ্ছে। ফলে শিশুদের স্বাস্থ্যঝুঁকির আশংকা দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ৪৩নং দক্ষিণ লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা আক্তার ও ৫৭নং লক্ষণখোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবেরা বেগমের অনুমতি না নিয়ে হলি হেলথ কেয়ার ভ্যাক্সিনেশন সেন্টার ২৯ জন শিক্ষার্থীর কাছ থেকে টিকার ১ম ডোজ দেয়া বাবদ জনপ্রতি ৪ শত টাকা করে নেয় এবং গতকাল সোমবার সকালে ২৩ জন শিক্ষার্থীকে উক্ত টিকা দেন। টিকার কার্যকারিতা ও মান নিয়ে একজন অভিভাবক সন্দেহ পোষণ করলে হট্টগোল বেধে যায় এবং নাসিক ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ ও স্থানীয় সমাজসেবক আনিসুর রহমান টিটু সাউদ তাদেরকে উদ্ধার করে দক্ষিণ লক্ষণখোলায় তাদের অফিসে নিয়ে আসেন। বিষয়টি ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেনকে অবগত করলে তিনি পুলিশকে খবর দেয়ার পরামর্শ দেন। এদিকে এ প্রতিষ্ঠান টিকা দেয়ার বৈধতা রাখে কিনা এবং তাদের কি ধরণের ডকুমেন্টস আছে এমন পশ্নে তাদের উল্লেখিত ডকুমেন্টসে প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি এবং শুধুমাত্র রুপগঞ্জ উপজেলায় টিকা দেয়ার জন্য জেলা সিভিল সার্জনের অনুমতিপত্র থাকলেও তারা অবৈধ পন্থায় বিভিন্ন উপজেলায় টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবী সিভিল সার্জনের স্বাক্ষর নকল করে তারা এই অনুমতিপত্র বানিয়েছে। সেক্ষেত্রে জেলা সিভিল সার্জনের ব্যবহৃত মোবাইল নাম্বারে কল করলেও তিনি কলটি রিসিভ করেননি। তাছাড়া টিকা দেয়ার ২দিন পূর্বে জেলা সিভিল সার্জন অফিসকে অবহিত করা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সমন্বয় করে টিকা দেয়ার কথা থাকলেও তারা তা উপেক্ষা করে নিজেদের মনগড়ামতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে স্থানীয় সমাজসেবক আনিসুর রহমান টিটু সাউদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে আমাদের অফিসে নিয়ে আসি। প্রতিটি বোতল থেকে ১০জনকে টিকা দেয়ার কথা থাকলেও তারা তা ২০-২৫ জনকে দিচ্ছে। অরিজিনাল টিকা কিনা ও প্যাকেটের গায়ের মূল্য সঠিক কিনা সে বিষয়ে আমাদের সন্দেহ হয়। পরে টিকার নাম ও কোম্পানীর নাম জানিয়ে আমাদের নগর স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ আউয়ালকে জানালে তিনি বলেন, এই টিকার তেমন কোন কার্যকারিতা নেই। টিটু সাউদ আরো বলেন, ‘আমরা জনগণের ভালো চাই। কেউ যাতে প্রতারিত না হয় সেজন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি। টিকা দেয়ার পূর্বে আমাদের যাচাই বাছাই করতে হবে। আমরা অবশ্যই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবো’। এদিকে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও আটককৃতদের দেখতে বা তাদেরকে উদ্ধার করতে হলি হেলথ কেয়ার ভ্যাক্সিনেশন সেন্টারের কেউ আসেনি। এ বিষয়ে উক্ত সেন্টারের কর্ণধার সায়েমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি অসুস্থ বিধায় আসতে পারিনি। যথাযথ নিয়ম মেনেই আমরা টিকা কার্যক্রম চালাচ্ছি’।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা