
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে প্রতিনিয়ত ডাকাত আতঙ্কে রাত যাপন করছে হাউজিং বাসী। প্রতিদিন গভীর রাতে ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়ীর নির্মাণাধীন রড সহ দামী জিনিসপত্র নিয়ে যাচ্ছে। সেই সাথে বেড়েছে চুরি ও মাদক। সন্ধ্যার পর থেকেই হাউজিং এলাকায় মাদক সেবীদের আনাগোনা বেড়ে যায়। আবাসিক এলাকাটিতে থানা পুলিশের তদারকি না থাকায় মাদক ব্যবসায়ীরা নিশ্চিন্তে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে করে দিনদিন এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে অন্যদিকে ধ্বংস হয়ে যাচ্ছে স্কুল কলেজ পড়–য়া ছাত্ররা ও যুবসমাজ। নাম প্রকাশে কয়েকজন বাসিন্দা বলেন সন্ধ্যা নামতেই বখাটেদের আনাগোনা বেড়ে যায়। প্রায় রাতে মোটরসাইকেল এবং গাড়ীতে করে লোকজন আসে আবার গভীর রাতে চলে যায়। হাউজিং এর বাসিন্দারা আরো জানান বেশ কয়েকদিন ধরে ২০/৩০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে হাউজিং এলাকায় নির্মাণাধীন বাড়ীর রড, বিদুৎ এর তার সহ গুরুত্বপূর্ণ মালামাল গাড়ীতে করে নিয়ে যাচ্ছে। বেড়েছে মাদক ব্যবসাও। খোঁজ নিয়ে জানা যায় গত ১ ফেব্রুয়ারী দিবাগত-রাত আনুমানিক ০১:৩০ মিনিটে হাউজিং এর মসজিদে ডাকাত এসেছে বলে মাইকিং করা হয়। ঘোষণা শুনে লোকজন বের হলে ডাকাত দল দৌড়ে পালিয়ে যায়। এরপরও টানা কয়েকদিন বিভিন্ন ভবনের কাজের জন্য রাখা রড নিয়ে যায় ডাকাত দল। পূনরায় গতকাল মঙ্গলবার আনুমানিক ভোর ৪ টার দিকে ডাকাত দল হাউজিংয়ে এসে প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যায়। হাউজিং এর বাসিন্দারা বলেন এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকায় ভূগছেন তারা। সে সাথে জানমালের নিরাপত্তাহীনতায় রয়েছে হাউজিং বাসী। উপরোক্ত বিষয় গুলোতে নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন হাউজিং এ বসবাসকারী লোকজন। নাসিক ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী নুর উদ্দিন বলেন, আটি ওয়াপদা কলোনির চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী সাহেব আলী গংরা হাউজিং এলাকায় নির্মাণাধীন বাড়ীর মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। সাহেব আলীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে হাউজিংবাসী। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে। ডাকাত সাহেব আলীকে গ্রেপ্তার করার জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র্যাবের প্রতি অনুরোধ জানাচ্ছি। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, এসব অপরাধীদের ধরতে আমরা তৎপর রয়েছি। হাউজিংয়ে টহল পুলিশ অভিযান রয়েছে। অপরাধীকে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯