আড়াইহাজার প্রতিনিধি আড়াইহাজারে চুরির অপবাদ দিয়ে ৩ শিশুকে মারধর এবং মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার নির্যাতনের শিকার শিশু তাউসিফের বাবা রমজান বাদি হয়ে গোপালদী পৌরসভার মেয়র আবদুল হালিম শিকদারসহ ৪ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পরেই পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন নরসুন্দর উৎপল শীল ও দ্বীপক শীল। তাদের বাড়ি রামচন্দ্রদী গ্রামে। তবে মামলায় এজাহারভ’ক্ত মেয়র আবদুল হালিম শিকদারকে এখনো গ্রেফতার করেনি পুলিশ। যদিও মেয়র হালিম সিকদার এলাকাতেই রয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের তাৎক্ষণিক নির্দেশে স্থানীয় সরকার শাখার উপ-সচিব আনোয়ার হোসাইন ঘটনার তদন্ত করতে আড়াইহাজার যান। সেখানে তিনি ঘটনার জন্য অভিযুক্ত মেয়র, ঘটনার শিকার শিশুদের পরিবার, ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থলগুলো সরেজমিনের পরিদর্শন করেন। মামলায় শিশু তাউসিফের বাবা রমজান উল্লেখ করেন, গত সোমবার সকাল সোয়া ৮টার দিকে তিনি লোকমুখে শুনতে পান যে গোপালদী পৌরসভার মেয়র হালিম শিকদারের পাওয়ারলুম মেশিনের যন্ত্রাংশ চুরির সময় আমার ছেলে তাউসিফসহ আরও ২ শিশু বায়োজিদ ও সিয়ামকে রামচন্দ্রদী বাজারে দ্বীপকের সেলুনে আটকে নির্যাতন করছে। খবর পেয়ে আমি ও অপর ২ শিশুর অভিভাবকরা ঘটনাস্থল দ্বীপকের সেলুনে গিয়ে দেখতে পাই ৩ শিশুরই মাথার চুল এবড়ো-থেবড়ো করে কাটা এবং তিন জনের হাত রশি দিয়ে বাঁধা। তাদের মারধর করা হয়েছে। বাজারের অন্যদের সহায়তায় ৩ শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। এদিকে মেয়র হালিম সিকদার বলেন, ঘটনাটি ছিল ভুল বুঝাবুঝি। পরে মিমাংসা হয়ে গেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ২ আসামি গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯