আজ রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ১২ জিলকদ ১৪৪৬ | সকাল ৭:০২

দেওভোগে বর্ষার আগেই ড্রেনের পানি সড়কে!

ডান্ডিবার্তা | ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বর্ষা মৌসুম শুরুর আগেই শহরের ড্রেন উপচে ময়লা পানি রাস্তায় চলে আসছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টি শুরু হওয়ার আগেই এমন অবস্থা দেখা দেয়ায় সামনের বর্ষা মৌসুমকে ঘিরে শঙ্কা প্রকাশ করছেন এ সকল এলাকার বাসিন্দারা। গত মঙ্গলবার শহরের ১৪নং ওয়ার্ডের দেওভোগ পানির ট্যাংকি এলাকাসহ বেশ কয়েকটি জায়গায় এমন দৃশ্য দেখা গেছে। এসময় ড্রেন উপচে ময়লা দুর্গন্ধযুক্ত পানি মূল সড়কে উঠে আসতে দেখা গেছে। এতে আশেপাশের বাড়িঘরে বসবাসরত বাসিন্দা ও স্থনীয় দোকানদারদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ময়লা পানির দুর্গন্ধ সয়েই বসবাস করছেন স্থানীয়রা, দোকানদারি করছেন দোকানীরা। স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশনের সীমান্তবর্তী এলাকা হওয়ায় স্থানীয়দের ভোগান্তি নিয়ে মাথাব্যাথা নেই জনপ্রতিনিধিদের। নাসিক মেয়র আইভির নিজের এলাকা দেওভোগ। তা সত্বেও নির্বাচনের মৌসুম ছাড়া মেয়র কিংবা স্থানীয় কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের দেখা পাওয়া যায় না। এদিকে তারা আসেনই না। থান কাপড়ের দোকানদার মকবুল হোসেন জানান, গত নির্বাচনের সময় সর্বশেষ এখানে ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছিল। সেটাও নির্বাচনের আগে। নির্বাচনের সময় কাউন্সিলররা বার বার এসে ভোট চেয়ে যায়। কিন্তু নির্বাচনের পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা