
বন্দর প্রতিনিধি শীতলক্ষা নদীর একটি বিশাল অংশ দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে বন্দরে সামিট পাওয়ার প্লান্ট ও আলিফ ডকইয়ার্ডের বিরুদ্ধে। উল্লেখিত দুইটি প্রতিষ্ঠান অবৈধ ভাবে নদী দখল করে রাখার কারনে শীতলক্ষা ব্রীজের সামনে যে কোন সময় নৌ-র্দূঘটনার আশংকা প্রকাশ করেছে স্থানীয়রা। সরজমিনে ঘটনাস্থলে এসে দেখা যায়, বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার বাসিন্দা জনৈক মুরাদ মিয়া ক্ষমতা অপব্যহার করে শীতলক্ষা নদীর বিশাল একটি জায়গা দখল করে আলিফ ডকইয়ার্ড নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেছে। ডকইয়ার্ডে স্বাচ্ছন্দ ভাবে কাজ করার জন্য সে শীতলক্ষা ব্রীজের সামনে বিশাল একটি জায়গা দখল করে নৌ-র্দূঘটনার ফাঁদ তৈরি করেছে। এ ছাড়াও আলিফ ডকইয়ার্ডের পাশে মদনগঞ্জ সামিট পাওয়ার প্লান্ট দীর্ঘ দিন ধরে শীতলক্ষা নদী একটি বিশাল অংশ অবৈধ ভাবে দখল করে সেখানে লোহার জেডি তৈরি করে রেখেছে। এলাকাবাসী জানিয়েছে, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের চরম উদাসিনতার কারনে শীতলক্ষা নদীর বিশাল জায়গা অবৈধ ভাবে দখল করে নিয়েছে বন্দরে ১৯ নং ওয়ার্ডের গড়ে উঠা মদনগঞ্জ বসুন্ধরা ও সামটি পাওয়ার প্লান্ট। এ ছাড়াও একই ভাবে আলিফ ডকইয়ার্ড মালিক মুরাদ মিয়া শীতলক্ষা নদীর অধিকাংশ জায়গা দখর করে রেখেছে। উল্লেখিত তিনটি প্রতিষ্ঠানের মধ্যে সামিট পাওয়ার প্লন্ট ও আলিফ ডকইয়ার্ড নদীর অধিকাশ জায়গা দখল করে রাখার কারনে সেখানে নৌ-দূঘটনার ব্যাপক প্রানহানির সম্বভনা রয়েছে বলে আশংকা প্রকাশ করছে স্থানীয়রা। সে সাথে শীতলক্ষা নদীর তলদেশে প্রচুর বালু জমা হওয়ার কারনে নদী তার নব্যতা হারিয়ে ফেলছে। এর কারনে নদী ছোট হয়ে নৌ র্দূঘটনা বের যাওয়ার আশংকা রয়েছে। এ ব্যাপারে মদনগঞ্জের বাসিন্দা আলী মিয়া জানান, গত ২০২১ইং সালে ৪ এপ্রিল শীতলক্ষা ব্রীজের সামনে কার্গো জাহজের সাথে নারায়ণগঞ্জ টু মন্সিগঞ্জ নৌ রুটের সাবিত আল হাসান নামে একটি লঞ্চ র্দূঘটনায় ৩৪ জন নারী পুরুষের প্রানহানির ঘটনা ঘটে। এ ছাড়াও গত ২০২২ ইং সালের ২১ মার্চ এমভি রুপসী সাথে একই রুটের আরো একটি লঞ্চের র্দূঘটনায় ১১ জন নারী ও পুরুষ মৃত্যু বরণ করে। এ ব্যাপারে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সবুজ শিকদার জানান, নৌ-র্দূঘটনা এড়ানোর জন্য সর্ব প্রথম শীতলক্ষা নদীর ব্রীজের পূর্ব পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হবে। সে সাথে শীতলক্ষা নদীর দুই পাশে ড্রেজিং করে বালু সরাতে পারলে নদী তার আগের রুপে ফিরে যাবে। এ ব্যাপারে আলিফ ডকইয়ার্ডের মালিক মুরাদ মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ অবস্থা থেকে শীতলক্ষা নদীকে বাঁচানোর জন্য সংশ্লিস্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯