ডান্ডিবার্তা রিপোর্ট শহরের অন্যতম শতবর্ষী পুরাতন মসজিদের একটি হল ফলপট্টি এলাকার ফকিরটোলা জামে মসজিদ। ধারণা করা হয়, তৎকালীন শহর নিতাইগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর ঘিরে হওয়ায় মসজিদটি সেখানে নির্মিত হয়। ব্রিটিশ আমলে তৈরি মসজিদটির ভেতরে এবং বাইরে বিভিন্ন স্থানে কিছু মেরামত করা হয়েছে। মসজিদের গেটটি এখনও আগের মতোই রয়েছে। পুরান আমলের ডিজাইনের পাশাপাশি গেটের ওপরে আরবি হরফে লেখা রয়েছে। মসজিদের ভেতরে ঢুকতেই রয়েছে অজুখানা। নির্মাণের সময় একতলা থাকলেও পরবর্তীতে মসজিদটি দুই তলায় উন্নীত করা হয়। ফকিরটোলা মসজিদের সামনের টুপি, তসবিহর দোকানদার নাজমুল হাসান জানান, মসজিদটির বয়স প্রায় একশত বছর কিংবা তারও বেশি। এটি একটি ঐতিহাসিক স্থাপনা। অনেকেই দূর থেকে এখানে আসেন। কেউ মানত করতে আসেন আবার কেউ ইমাম সাহেবের সঙ্গে দেখা করতে আসেন। স্থানীয় ব্যবসায়ী মাজহারুল ইসলাম জানান, মসজিদটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে। সেই সময়ে এখনকার মতো শহরে এত মানুষ ছিল না। তখন এটাই ছিল ‘টাউন’। সবকিছু এই দ্বিগুবাবুর বাজার, ঘাট এলাকা ও নিতাইগঞ্জ এলাকাকে ঘিরে ছিল। এ কারণেই হয়তো সেই সময় মসজিদটি এখানে নির্মাণ করা হয়। নির্মাণকালে এর সৌন্দর্যের ব্যাপারে আমার বাবা-দাদাদের কাছে অনেক শুনেছি। ছেলেবেলায় আমরাও মোটামুটি দেখেছি। ফকিরটোলা জামে মসজিদের খাদেম ও মোয়াজ্জিন মো. ইয়াসিন জানান, আমি বেশ কয়েক বছর যাবৎ এখানে দায়িত্ব পালন করছি। এখানে অনেকেই মানত করতে আসেন, মুসুল্লিরা নামাজ আদায় করতে আসেন। ব্রিটিশ আমলে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আজ থেকে প্রায় একশ বছর আগে এখানে মসজিদটি নির্মাণ করা হয়। নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যের সাথেও ফকিরটোলা জামে মসজিদ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯