আজ মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ১৪ জিলকদ ১৪৪৬ | দুপুর ২:০৫

মামুন হত্যা মামলায় বিজয় গ্রেফতার

ডান্ডিবার্তা | ১৭ মার্চ, ২০২৩ | ১১:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা ইসদাইরে মামুন হত্যাকান্ডের সাথে জড়িত থাকার এজাহারনামীয় আসামি বিজয়(১৯)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত মঙ্গলবার রাতে নগরীর ভিক্টোরিয়া হাসপাতালের সামনে থেকে স্থানীয় জনতা আটক করে সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে আসামী বিজয়কে ফতুল্লা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত বিজয় ফতুল্লা মডেল থানার ইসদাইর এলাকার মাদক স¤্রাজ্ঞী সীমা ও মিন্টুর ছেলে। হত্যাকান্ডের শিকার নিহত মামুন ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার প্রফেসারের ভাড়াটিয়া বাবুলের পুত্র। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামুন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (২) জানান, ২০২২ সালের ৫ ডিসেম্বর বিকেল ৫টায় থানাধীন ইসদাইর স্টেডিয়াম সংলগ্ন নুর ডাইংয়ের পেছনের মাঠে মামুন (২২) ও তার বন্ধু নুরনবী (২১) কে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এতে করে মামুন মারা যায়। এঘটনায় হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। ঘটনার পর পরই মামলার এজাহার নামীয় ৫ নং আসামী বিজয়সহ সকল আসামী আতœগোপনে চলে যায়। মামলায় সীমা ১৬নং আসামী। এয়াড়াও সীমার অপর ছেলেও এ মামলার এজাহারনামীও আসামী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা