
ডান্ডিবার্তা রিপোর্ট জাপানের নারুতো সিটির মেয়র মিশিহিকোর আমন্ত্রণে সাতদিনের সফরে জাপান গিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি। গত রোববার বিকেলে ঢাকার শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্ল্যাইটে তিনি জাপানের উদ্দেশ্যে রওয়ানা হন। মেয়র আইভির সাথে তার বড় ছেলে কাজী সাদমান হায়াৎ সীমান্ত রয়েছেন। ২০২০ সালের জানুয়ারিতে জাপানের নারুতো সিটি ও নারায়ণগঞ্জ সিটির মেয়রের মধ্যে বন্ধুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও জাপানের এই দু’টি শহর পরস্পর পরস্পরকে সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা এবং মানবসম্পদ বিনিময়ে সহযোগিতা করার কথা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, জাপান বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী দেশ। নারায়ণগঞ্জ সিটিতেও অবকাঠামো উন্নয়নসহ শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা করে। ইতোপূর্বে জাপানের মেয়র নারায়ণগঞ্জ সিটি পরিদর্শন করে গেছেন। এবার জাপানের আমন্ত্রণে নারায়ণগঞ্জের মেয়র গিয়েছেন। সেখানে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী স্থানীয় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, নাগরিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। তিনি দুই সিটির নাগরিক সেবা ও উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় করবেন সেখানে। জাপানে বসবাসরত নারায়ণগঞ্জবাসীসহ বাংলাদেশী প্রবাসীদের সাথেও তার মতবিনিময় করার কথা রয়েছে। জাপান ও নারায়ণগঞ্জ সিটির মধ্যকার সহযোগিতার সম্পর্ক আরও মজবুত করাই এই সফরের উদ্দেশ্য। এই সফরের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ সিটিতে জাপানের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে ধারনা করা হচ্ছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯