আজ রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৩:১২

আল্লাহর নিয়ামতের শুকরিয়া

ডান্ডিবার্তা | ১৪ এপ্রিল, ২০২৩ | ১১:০৮ পূর্বাহ্ণ

আমরা সবাই আল্লাহর নিয়ামত উপভোগ করি। কিন্তু কেউ কি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যেভাবে শুকরিয়া আদায় করা উচিত? অথচ, শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদের খুশি হয়ে আরও অনেক নেয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন-

لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ ‘তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর হবে (সুরা- ইব্রাহিম, আয়াত ৭)।’ আয়াতের অর্থের দিকে তাকালে আমরা বুঝতে পারব, যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তায়ালা আমাদের বাড়িয়ে দেবেন আর যদি নাশুকরি-নাফরমানি করি, তাহলে আল্লাহর শাস্তি আমাদের ওপর চলে আসবে। আর সে আজাব হবে খুবই কঠোর! তাই আমাদের অবশ্যই আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করতে হবে।এখন শুকরিয়া কীভাবে আদায় করা যায়? আমরা কোনো মানুষের শুকরিয়া আদায় করতে চাইলে কিংবা মুখে কৃতজ্ঞতা প্রকাশ করলে, সে এতে খুব খুশি হয় অথবা তার সঙ্গে ভালো ব্যবহার ও ভালোভাবে কথা বললে সে খুব খুশি হয়। এর দ্বারা শুকরিয়া আদায় হয়ে যায়। আর আমাদের সবার মহান রব, যে রব আমাদের ভেতর-বাহির সব দেখেন, তার শুকরিয়া কীভাবে আদায় করা দরকার? আজকে আমরা এটাই জানানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ।

১. সব ক্ষেত্রে মুখে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করা ‘আলহামদুলিল্লাহ’ বা এ-জাতীয় কিছু প্রকাশ করা।

২. যেকোনো বিষয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন আমি ভালো আছি, এটা বলার পর অভিযোগ না করা। যেমন- কেউ জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ বলার পর অন্তর থেকে এটাকে বিশ্বাস না করে বলা যে, আল্লাহ আমাকেই বিপদে ফেললেন আমিই সমস্যায় ভুগছি ইত্যাদি। বরং অন্তর থেকে শুকরিয়া আদায় করা যে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন। কারণ, আমার থেকে খারাপ অবস্থায় অনেক মানুষ আছেন। তাদের তুলনায় আমি অনেক ভালো আছি।

৩. আল্লাহ তায়ালা আমাদের ওপর যেসব কাজ ফরজ করেছেন, যেমন- নামাজ, রোজা, হজ, জাকাত, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, হালাল খাওয়া, হালালভাবে চলা ইত্যাদি। আর আল্লাহ তায়ালা আমাদেরকে যেসব কাজ করতে নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকা অর্থাৎ এ আমলগুলোর মাধ্যমে শুকরিয়া আদায় করা।

৪. আল্লাহ তায়ালা আমাদের যাকে যে নেয়ামত দান করেছেন, সে তার সঠিক ব্যবহার করলে শুকরিয়া আদায় করা হবে। যেমন আল্লাহ তায়ালা আমাদের মধ্যে যাদেরকে ধন-দৌলত দান করেছেন তারা যদি সঠিক জায়গায় ব্যয় করে, যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারা যদি এর সঠিক ব্যবহার করে মানুষকে তা দ্বারা উপকৃত করেনঅ।এমনিভাবে অনন্য বিষয়গুলোও।

৫. আল্লাহ তায়ালা আমাদেরকে যেসব নিয়ামত দিয়েছেন তার অন্যায় ব্যবহার থেকে বিরত থেকে শুকরিয়া আদায় করা যায়। যেমন- আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গের ব্যাপারে, চোখকে হারাম দেখা থেকে, হাতকে হারাম কাজ করা থেকে, পা’কে হারাম দিকে যাওয়া থেকে বিরত রেখে শুকরিয়া আদায় করা যায়। এমনিভাবে জীবনের সর্বক্ষেত্রে।

মোদ্দাকথা আমরা পাঁচভাবে শোকর আদায় করতে পারি :

১. মুখের মাধ্যমে শোকর।

২. অন্তরের মাধ্যমে শোকর।

৩. আমলের মাধ্যমে শোকর।

৪. নিয়ামতের সঠিক ব্যবহারের মাধ্যমে শোকর।

৫. নিয়ামতের অন্যায় ব্যবহার থেকে বিরত থাকার মাধ্যমে শোকর।

আল্লাহ তায়ালা আমাদেরকে শুকরিয়া আদায় করে তার অনুগতশীল বান্দা হওয়ার তাওফিক দান করুন। আমিন৷ লেখক : ইমাম ও খতিব, আল মদিনা জামে মসজিদ, খোলামোড়া, কেরানীগঞ্জ, ঢাকা




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩১
  • ৬:১৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা