ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ বাল্কহেড শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: আলমগীর মিয়ার নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ৪টি শ্রমিক সংগঠন। গতকাল শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে শ্রমিকরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। সমগ্র বাংলাদেশ নৌযান শ্রমিক বৃন্দের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে চারটি সংগঠনের কয়েকশত শ্রমিক-কর্মচারী কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও আন্দোলনের অন্যতম শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার মো: আলমগীর মিয়াকে নি:শর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সারাদেশে নৌযান বন্ধ করে দেয়া হবে। বক্তারা আরও বলেন, একই কর্মসূচি মুন্সিগঞ্জ ও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে পালন করা হবে। এরমধ্যে আলমগীর মিয়াকে মুক্তি না দেয়া হলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে। বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন নারায়ণগঞ্জ থাকার সভাপতি মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ-ভারত নৌ প্রটকল কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম, সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মনির হোসেন, নারায়ণগঞ্জ বাল্কহেড লঞ্চ লেবার এসোসিশনের কার্যকরী সভাপতি সৈয়দ আনোয়রুল হক সুমন, শ্রমিক নেতা নুরুল আলম মাস্টার, শহিদ মাস্টার, শামীম মাস্টারসহ ৪টি সংগঠনের নেতৃবৃন্দ। যৌথ কর্মসুচিতে অংশ নেয়া চারটি সংগঠন হলো-বাংলাদেশ-ভারত নৌ প্রটকল কমিটি, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ বাল্কহেড লঞ্চ লেবার এসোসিয়েশন এর নারায়ণগঞ্জ শাখা।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯