আজ বুধবার | ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১ | ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৯:৪০

শহরে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

ডান্ডিবার্তা | ০৭ মে, ২০২৩ | ১২:০৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ বাল্কহেড শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: আলমগীর মিয়ার নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ৪টি শ্রমিক সংগঠন। গতকাল শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে শ্রমিকরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। সমগ্র বাংলাদেশ নৌযান শ্রমিক বৃন্দের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে চারটি সংগঠনের কয়েকশত শ্রমিক-কর্মচারী কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও আন্দোলনের অন্যতম শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার মো: আলমগীর মিয়াকে নি:শর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সারাদেশে নৌযান বন্ধ করে দেয়া হবে। বক্তারা আরও বলেন, একই কর্মসূচি মুন্সিগঞ্জ ও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে পালন করা হবে। এরমধ্যে আলমগীর মিয়াকে মুক্তি না দেয়া হলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে। বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন নারায়ণগঞ্জ থাকার সভাপতি মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ-ভারত নৌ প্রটকল কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম, সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মনির হোসেন, নারায়ণগঞ্জ বাল্কহেড লঞ্চ লেবার এসোসিশনের কার্যকরী সভাপতি সৈয়দ আনোয়রুল হক সুমন, শ্রমিক নেতা নুরুল আলম মাস্টার, শহিদ মাস্টার, শামীম মাস্টারসহ ৪টি সংগঠনের নেতৃবৃন্দ। যৌথ কর্মসুচিতে অংশ নেয়া চারটি সংগঠন হলো-বাংলাদেশ-ভারত নৌ প্রটকল কমিটি, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ বাল্কহেড লঞ্চ লেবার এসোসিয়েশন এর নারায়ণগঞ্জ শাখা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা