আজ বুধবার | ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১ | ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬ | সন্ধ্যা ৭:৩৯

অনৈক্যের মধ্যেও চাঙ্গা মহানগর বিএনপি

ডান্ডিবার্তা | ০৮ মে, ২০২৩ | ১০:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপি‘র কমিটি গঠনের পর সংগঠনে যে একটি বিভক্তি সৃষ্টি হয়েছে সেটার সুরুহা ছয় মাসেও দেখা যায়নি। যার কারণে সংগঠনে সৃষ্টি হচ্ছে নিজেদের মধ্যে দিধাদ্বন্দ্ব। এর মাঝে মহানগর বিএনপির নেতাকর্মীদের প্রতিনিয়মিতই ঐক্যের কথা বলতে দেখা যায়। এছাড়াও মহানগর বিএনপির বিভক্তকৃত দুই গ্রুপের নেতাকর্মীদের পাল্টা বক্তব্যে, পাল্টা কমিটি গঠনসহ ইত্যাদি কর্মকান্ডে মহানগরসহ জেলা বিএনপির নেতাকর্মীদের মুখে মুখে। কিন্তু তাদের মাঝে যতই বিভক্তি বা অন্যৈকর দেখা দিলেও সংগঠন গোছাতে বর্তমানে ব্যস্ত সময় পার করছে তারা। জানা গেছে, পবিত্র রমজান মাসে ধর্মীয় সকল কর্মকান্ড ও নেতাকর্মীদের একত্রিত রাখতে ইফতার পার্টি ও সংগঠন গোছানোর লক্ষ্যে নিয়ে দফায় দফায় দ্বি-বাষির্কী সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করেছেন। কিন্তু বর্তমানে ঈদের কারণে তারা কমিটি গঠনে একটু চুপ থাকলেও এখন আবার সংগঠন গেছানোর কাজে নামছে তারা। দীর্ঘদিন যাবৎই শুকিয়ে ছিল মহানগর বিএনপির আওতাধীন সকল ওয়ার্ড, ইউনিয়নের রাজনীতি যা বর্তমানে তারা পানি ঢেলে গর্জে তুলছে। যার কারণে মহানগর বিএনপিতে আলাদা শক্তি সৃষ্টি হচ্ছে। মহানগর বিএনপির মূল কমিটির নেতাকর্মীদের দাবি, এই মাসের মধ্যেই বাকি যে ওয়ার্ড, ইউনিয়ন কমিটিগুলো গঠন করা বাকি রয়েছে সবগুলো গঠন করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে ৪১ সদস্যের মহানগর কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় বিএনপি। কমিটি গঠনের পর কমিটি থেকে ১৫ জন বিদ্রোহী নেতা কমিটি থেকে বেড় হয়ে যায়। যার কারণে মহানগর বিএনপি দুইভাগে বিভক্ত হয়ে পরে। এর পর দেখা মিলে দুই গ্রুপের মধ্যে পাল্টা-পাল্টি বক্তব্যে, পাল্টা-পাল্টি কর্মসূচিসহ ইত্যাদি কর্মকান্ড। যার পরিপ্রেক্ষিতে মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে নানা আলোচনার সৃষ্টি হয়। অপর দিকে আবার একে অপেরর বিরুদ্ধে বাগযুদ্ধে লিপ্ত হন। এমন দ্বিমুখী আচরণের মাধ্যমে প্রকাশ্যেই স্ট্যান্ডবাজী করে যাচ্ছেন নেতারা। ফলে কথায় ঐক্যের বানী শোনালেও কার্যত এর দেখা নেই কমিটিতে। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে দফায় দফায় সম্মেলনের মধ্যেমে সংগঠন নিয়ে ভাবছে মহানগর বিএনপির মূল কমিটির নেতৃবৃন্দরা। জানা গেছে, পবিত্র রমজান মাসে মহানগর বিএনপির আওতাধীন কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে গঠন করেছে তারা। এছাড়াও আরো কিছু কমিটি গঠন করা বাকি রয়েছে এগুলো ও এই মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে। যার পরিপ্রেক্ষিতে মহানগর বিএনপির আতাধীন নেতাকর্মীরা উজ্জ্বীবিত হওয়া শুরু করেছে। তাদের এই সংগঠন গোছানোর কাজ পরিপূর্ন হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহানগর বিএনপি একটি বিপ্লব সৃষ্টি করতে পারবে। আর তাদের মধ্যে কমিটি নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তা ঠিক হয়ে গেলে। এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, মহানগর বিএনপি বর্তমানে গতিশীল মহানগর বিএনপিকে বর্তমানে ঢেলে সাজানোর কাজ চলছে। ইতিমধ্যে আমরা বন্দর থানা বিএনপির কমিটি ও সদর থানা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও বন্দর থানা বিএনপির ৫টি ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন হচ্ছে। আর সদর থানার ১০টি ওয়ার্ড ও ২টি ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। আর এই মাসের মধ্যেই আমরা আমাদের বাকি কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে গঠন করবো। আর বর্তমানে আমাদের যে যে কেন্দ্রীয় কর্মসূচি দেওয়া হয় সবগুলো আমরা ব্যাপকভাবে পালন করি। আর আগামীতে ও যে যে কর্মসূচি দিবে সবগুলো ব্যাপকভাবে পালন করার জন্য প্রস্তুত আছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা