ডান্ডিবার্তা রিপোর্ট শহরের কালিরবাজার স্বর্ণপট্টি এলাকা থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটককে কেন্দ্র করে তুলকালাম ঘটনা ঘটেছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দাবি আটককৃত ব্যবসায়ী বিপ্লব দাস চোরাই স্বর্ণ ক্রয় করেছেন। ওইসব স্বর্ণ সম্প্রতি শহরের পাইকপাড়া এলাকায় গৃহবধূকে হত্যাকান্ডের ঘটনায় লুট হয়েছিল। ডিবি পুলিশ ওই স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে নেয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা বাধা প্রদান করলে ব্যবসায়ী ও পুলিশের সাথে ধস্তাধস্তি এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। তবে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর বিপ্লব দাসকে নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ। জানা গেছে, গত ৩ মে পাইকপাড়ার আদর্শ নগর এলাকায় নূর জাহান বেগম নামে এক নারীকে হত্যা করে স্বর্নালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা করলে, হত্যাকান্ডের রহস্য উন্মোচনে মাঠে নামে ডিবি পুলিশের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার রাতে স্বর্ণপট্টি এলকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা বিপ্লব দাসকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে তাতে বাধা প্রদান করে। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। তবে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর বিপ্লব দাসকে আটক করে নিয়ে যেতে সক্ষম হয় ডিবি পুলিশ। জানা গেছে, স্বর্ণ পট্টির এসি ধর রোডে অবস্থিত নওয়াব প্লাজার রুপসা অলঙ্কারের মালিক বিপ্লব দাস। একই কারণে সঞ্জয় নামে আরো এক স্বর্ণের দালালকে জিজ্ঞেসাবাদের জন্য ধরে নিয়ে যায় ডিবি। গত রোববার রাতে ডিবির এডিশনাল এসপি তরিকুল ইসলামের নেতৃত্বে অন্তত ৩০ জন ডিবি পুলিশের সদস্যরা এসে তাকে ধরে নিয়ে যায়। এদিকে ডিবি পুলিশ স্বণ্য ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেন স্বর্ণ ব্যবসায়ীরা। স্বর্ণ ব্যবসায়ী বিপ্লবকে না ছাড়া হলে তারা দোকানপাট বন্ধ রেখে কর্মবিরতি পালন করবেন বলেও হুশিয়ারী দেন। স্বর্ণপট্টি এলাকার স্মৃতি জুয়েলার্সের মালিক অমিত সাহা বলেন, আমাদের এখানে প্রতিদিন অনেক মানুষ স্বর্ণ কিনতে আসে। সেই স্বর্ণগুলো অনেক পুরনো হয়। আমরা তো বুঝতে পারিনা যে, সেটা চোরাই নাকি বৈধ। এটার ক্ষেত্রেও তাই হয়েছে। বিপ্লব সঞ্জয় নামে এক মাঠা বিক্রেতার কাছ থেকে স্বর্ণ কিনেছে। সেই মাঠা বিক্রেতাও আগে স্বর্ণ ব্যবসায়ী ছিল। কিন্তু কেনার পর পুলিশ এসে তাকে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে ধরে নিয়ে গেল। অসিম কুমার নামে আরেক স্বর্ণ ব্যবসায়ী বলেন, শুনেছি এই ঘটনার সঙ্গে পাইকপাড়ার একটি মার্ডারের যোগ-সংযোগ আছে। তবে আমি শিউর না। ভগবানই ভালো জানে কি হয়েছে। তবে এভাবে ধরে নিয়ে যাওয়া ঠিক হয়নি। সে তো আর মার্ডারের সাথে জড়িত না। তাকে ভালো ভাবে নিয়ে গেলেও পারতো পুলিশ। জানতে চাইলে ডিবির এডিশনাল এসপি তরিকুল ইসলাম বলেন, তাদের কাছ থেকে ১ ভরির মতো চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়েছে। একটি স্পর্শকাতর ঘটনায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে এমন অভিযোগে সঞ্জয় ও বিপ্লব দাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এখন তাদের টেকবেক করা হচ্ছে। নূর জাহান বেগম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর থানার এস আই সিহাব বলেন, পাইকপাড়ায় হত্যাকান্ডের পর যেই স্বর্ণালঙ্কার চুরি হয়েছিলো। বিপ্লবের দোকান থেকে সেই স্বর্ণই উদ্ধার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিপ্লব ছাড়াও এ ঘটনায় সঞ্জয় নামে আরো একজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। এই খঁনের সাথে জড়িতদের দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছি।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯