আজ বুধবার | ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১ | ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬ | দুপুর ১:২৬

স্বর্ণপট্টিতে সাদা পোশাকে ডিবির অভিযান নিয়ে তুলকালাম

ডান্ডিবার্তা | ০৯ মে, ২০২৩ | ১২:২২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট শহরের কালিরবাজার স্বর্ণপট্টি এলাকা থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটককে কেন্দ্র করে তুলকালাম ঘটনা ঘটেছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দাবি আটককৃত ব্যবসায়ী বিপ্লব দাস চোরাই স্বর্ণ ক্রয় করেছেন। ওইসব স্বর্ণ সম্প্রতি শহরের পাইকপাড়া এলাকায় গৃহবধূকে হত্যাকান্ডের ঘটনায় লুট হয়েছিল। ডিবি পুলিশ ওই স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে নেয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা বাধা প্রদান করলে ব্যবসায়ী ও পুলিশের সাথে ধস্তাধস্তি এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। তবে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর বিপ্লব দাসকে নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ। জানা গেছে, গত ৩ মে পাইকপাড়ার আদর্শ নগর এলাকায় নূর জাহান বেগম নামে এক নারীকে হত্যা করে স্বর্নালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা করলে, হত্যাকান্ডের রহস্য উন্মোচনে মাঠে নামে ডিবি পুলিশের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার রাতে স্বর্ণপট্টি এলকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা বিপ্লব দাসকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে তাতে বাধা প্রদান করে। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। তবে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর বিপ্লব দাসকে আটক করে নিয়ে যেতে সক্ষম হয় ডিবি পুলিশ। জানা গেছে, স্বর্ণ পট্টির এসি ধর রোডে অবস্থিত নওয়াব প্লাজার রুপসা অলঙ্কারের মালিক বিপ্লব দাস। একই কারণে সঞ্জয় নামে আরো এক স্বর্ণের দালালকে জিজ্ঞেসাবাদের জন্য ধরে নিয়ে যায় ডিবি। গত রোববার রাতে ডিবির এডিশনাল এসপি তরিকুল ইসলামের নেতৃত্বে অন্তত ৩০ জন ডিবি পুলিশের সদস্যরা এসে তাকে ধরে নিয়ে যায়। এদিকে ডিবি পুলিশ স্বণ্য ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেন স্বর্ণ ব্যবসায়ীরা। স্বর্ণ ব্যবসায়ী বিপ্লবকে না ছাড়া হলে তারা দোকানপাট বন্ধ রেখে কর্মবিরতি পালন করবেন বলেও হুশিয়ারী দেন। স্বর্ণপট্টি এলাকার স্মৃতি জুয়েলার্সের মালিক অমিত সাহা বলেন, আমাদের এখানে প্রতিদিন অনেক মানুষ স্বর্ণ কিনতে আসে। সেই স্বর্ণগুলো অনেক পুরনো হয়। আমরা তো বুঝতে পারিনা যে, সেটা চোরাই নাকি বৈধ। এটার ক্ষেত্রেও তাই হয়েছে। বিপ্লব সঞ্জয় নামে এক মাঠা বিক্রেতার কাছ থেকে স্বর্ণ কিনেছে। সেই মাঠা বিক্রেতাও আগে স্বর্ণ ব্যবসায়ী ছিল। কিন্তু কেনার পর পুলিশ এসে তাকে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে ধরে নিয়ে গেল। অসিম কুমার নামে আরেক স্বর্ণ ব্যবসায়ী বলেন, শুনেছি এই ঘটনার সঙ্গে পাইকপাড়ার একটি মার্ডারের যোগ-সংযোগ আছে। তবে আমি শিউর না। ভগবানই ভালো জানে কি হয়েছে। তবে এভাবে ধরে নিয়ে যাওয়া ঠিক হয়নি। সে তো আর মার্ডারের সাথে জড়িত না। তাকে ভালো ভাবে নিয়ে গেলেও পারতো পুলিশ। জানতে চাইলে ডিবির এডিশনাল এসপি তরিকুল ইসলাম বলেন, তাদের কাছ থেকে ১ ভরির মতো চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়েছে। একটি স্পর্শকাতর ঘটনায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে এমন অভিযোগে সঞ্জয় ও বিপ্লব দাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এখন তাদের টেকবেক করা হচ্ছে। নূর জাহান বেগম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর থানার এস আই সিহাব বলেন, পাইকপাড়ায় হত্যাকান্ডের পর যেই স্বর্ণালঙ্কার চুরি হয়েছিলো। বিপ্লবের দোকান থেকে সেই স্বর্ণই উদ্ধার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিপ্লব ছাড়াও এ ঘটনায় সঞ্জয় নামে আরো একজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। এই খঁনের সাথে জড়িতদের দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা