ডান্ডিবার্তা রিপোর্ট কেন্দ্রীয় বিএনপি দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে যে মুহুর্তে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ঠিক এ মুহুর্তে নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ জড়িয়ে পড়েছে দলীয় কোন্দলে। পদ-পদবীর প্রত্যাশায় নেতৃবৃন্দ একে অপরের উপর কাদা ছুড়াছুড়ির মাধ্যমে দলের অস্তিত্ব হুমকির মুখে ফেলে দিচ্ছেন বলে রাজনৈতিক বিশ্লেষকমহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে সকল নেতৃবৃন্দ দলের স্বার্থে দলীয় কর্মকান্ড পরিচালনা করবেন তাদেরতো আর পদবীর প্রয়োজন নেই বরং ব্যক্তি ইমেজকে রাজনৈতিক ময়দানের ব্যবহারের মাধ্যমে দলের অস্তিত্বের জাগান দেয়া সম্ভব। কিন্তু মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনার পর পরই আশানুরূপ পদবী না পাওয়ায় কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতৃবৃন্দ আন্দোলন করছে এমনকি দলীয় কর্মসূচীও আলাদাভাবে পালন করছে। আর এতেই ধারনা করা যায়, দলকে নয় বরং পদের লোভে বসবীত হয়ে বিএনপির অধিকাংশ নেতৃবৃন্দ রাজনীতি নামক রাজার নীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টায় লিপ্ত হচ্ছেন। আর এ কারনে বৃদ্ধি পাচ্ছে দলীয় কোন্দল। কোন্দলের কারনে নারায়ণগঞ্জে বিএনপির অস্তিত্ব হুমকির মুখে পড়াসহ এর প্রভাব গিয়ে তৃনমূল রাজনীতিতে আচড়ে পড়ছে। সূত্রে জানা যায়, দলীয় বিরোধে পিছিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ বিএনপি। দলকে সাংগঠনিক ভাবে এগিয়ে নিতে কাজ না করে কী ভাবে দলের মধ্যে বিরোধ ধরে রাখা যায় দলের কিছু নেতা সে কাজই করে যাচ্ছে এমন অভিযোগ বিএনপির সাধারন নেতাকর্মীদের। কর্মীদের দাবি, বিএনপির বিরোধ দিনে দিনে বেড়েই চলছে। কোন নেতা উদ্যোগ নিয়ে এ বিরোধ কমানোর কোন চেষ্টা না করে কী ভাবে এ বিরোধ আরো বেশী বৃদ্ধি পাবে নেতারা সে কাজই করে যাচ্ছে। তবে দলের মধ্যে এ অবস্থা চলতে থাকলে বিএনপির জন্য সামনের দিনগুলো আরো কঠিন হয়ে উঠবে। আর এর জন্য দায়ি থাকবে দলের শীর্ষ নেতারা। তবে বিএনপির নেতৃত্বে পরিবর্তনের পাশাপাশি দলকে তৃনমূল থেকে সাজানো প্রয়োজন বলে মনে করছেন বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্টরা। দলের অপর একটি সূত্রে জনাগেছে, অচিরেই তৃনমূল থেকে দলকে গোছানোর উদ্যোগ নেয়া হবে। যারা দলের মধ্যে সক্রিয় ও মাঠ পর্যায়ের নেতা রয়েছে তাদের সঠিক মূল্যায়নের মধ্যদিয়ে দলের পূর্নগঠনের কাজ শুরু হবে। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিকে পূনাঙ্গ কমিটিতে রূপান্তর করা হবে। পূনাঙ্গ কমিটি করাকালীন সময়ে ত্যাগী নেতাদের সমন্বয়ে গ্রহনযোগ্য কমিটি করা হবে বলেও নিশ্চিত করা হয়। এদিকে বিএনপির তৃনমূলের অভিযোগ, নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি সাংগঠনিক ভাবে দূবর্ল ও পিছিয়ে পরার পেছনে দলের শীর্ষ নেতাদের বিরোধই দায়ি। দলের শীর্ষ নেতারা বিরোধে জড়িয়ে যাওয়া দলের সাংগঠনিক ভীত নড়বড়ে হয়ে পরেছে। নেতারা বিরোধে লিপ্ত থাকায় দলের সাধারন নেতাকর্মীদের কাছ থেকেও তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই বিরোধের কারণে অনেক নেতাকে এখন আর প্রকাশ্যে দেখা যায় না। দলীয় কর্মীরা ধীরে ধীরে দলের শীর্ষ নেতাদের উপর থেকে আস্থা হারাতে শুরু করেছে। কর্মীদের অভিযোগ, যারা দলের মধ্যে বিরোধের সৃষ্টি করছে এসব নেতাদের অনেকেই ক্ষমতাসীন দলের নেতা এমপিদের সাথে বসে সভা-সেমিনারে অংশ নিচ্ছে। আর যারা দলের হয়ে সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে তাদেও অনেকে এখনো ঘর ছাড়া, স্বজনদের কাছ থেকে অনেক দূরে বসবাস করছে। তবে দলের এ অবস্থার পরিবর্তনের জন্য দলের নেতৃত্বে পরির্বতণ এখন সময়ের দাবিতে পরিনত হয়েছে। এছাড়া বিকল্প কোন পথ নেই বলে মনে করছেন বোদ্ধা মহল।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯