ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে আওয়ামীলীগ তাদের কর্মীদের রাজপথে ফেরাতে নানা কৌশোল হাতে নিয়েছে। সম্প্রতি জেলা ও মহানগর আওয়ামীলীগের কর্মসূচীগুলোতে আশানরূপ কর্মীসমাগম না হওয়ায় এ কৌশল হাতে নেয় দলটি। দলের একাধিক পর্যায়ে নেতা-কর্মীদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। দলীয় সূত্রমতে, দীর্ঘদিন ক্ষমতায় থেকে নিজেদের আখের গোছাতে ব্যস্ত এখন দলের নেতাকর্মীরা। দলের কর্মসূচী কিংবা মিটিং থাকলেও নিজেদের ব্যবসা বাণিজ্য ও কাজকে প্রাধান্য দেন নেতাকর্মীরা। এহেন পরিস্থিতিতে আগামীতে বিএনপির যেকোন বড় আন্দোলনে রাজপথে টেক্কা দেয়ার মত নেতাকর্মী যেন পাওয়া যায় তাই আগেই নেতাকর্মীদের রাজপথে ফেরাতে উদ্যোগী নেতারা। দলীয় একাধিক সূত্র জানায়, ইতোমধ্যে প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠন ও জেলা মহানগরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলরের আয়োজন করা হয়েছে। কাউন্সিলগুলো বড় পরিসরে করে সেখানে নেতাকর্মীদের উজ্জীবিত করতে সিনিয়র নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। কাউন্সিলের পর দ্রুততম সময়ে কমিটিগুলো করা হবে জানিয়ে নিজেদের কার্যক্রম দেখাতে রাজপথে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হচ্ছে। এ ছাড়া নেতাকর্মীদের সাথে এখন দায়িত্বপ্রাপ্তরা নিয়মিত যোগাযোগ করছেন। দলের অবহেলিত নেতাকর্মীদেরও কাছে টেনে তাদের এখন মূল্যায়ন করা হচ্ছে। জানা যায়, দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি একটি হাইব্রিড নেতা ও টাকাওয়ালাদের মূল্যায়ন করলে এখন কেন্দ্রের নির্দেশে ত্যাগী ও দলের জন্য যারা নিবেদিত প্রান কর্মী ও নেতা তাদের মূল্যায়নে কাজ করছেন। তাদেরকে কাছে টেনে নিয়ে আবারো সরব হতে নির্দেশ দিচ্ছেন। রাজপথে এখন তাদের অনেক প্রয়োজন। তাই এখন তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করছে দল। জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই বলেন, ইতিমধ্যে জেলার আওতাভূক্ত উপজেলা পর্যায়ের নিয়ন্ত্রনে থাকা ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডে পরীক্ষিত নেতৃবৃন্দের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। দ্বাদশ নির্বাচনের আগেই মেয়াদর্ত্তীন কমিটিগুলো ঢেলে সাজানো বলে বলে তিনি নিশ্চিত করেন। মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, নির্বাচনের আগ মুহুর্তে কেন্দ্র থেকে নির্দেশনা মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি দলকে ঢেলে সাজানোর। ত্যাগী ও রাজপথের নেতাদের সমন্বয়ে মহানগরের আওতাধীণ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কেমিটি ঢেলে সাজানো হবে। দল গঠনের ক্ষেত্রে মুখ চেনা ব্যাক্তিদের দায়িত্ব দেয়া হবে না। শুধুমাত্র দলের স্বার্থে যে সকল নেতাকর্মী রাপথে অবস্থান থেকে দলের পক্ষে শ্লোগান দিয়েছেন তাদের মাধ্যমেই শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা হবে। মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খোকন সাহা বলেন, আওয়ামীলীগ একটি বড় রাজনৈতিক দল। সে হিসেবে নেতা কর্মীদের সংখ্যাও অগনিত। এই পরীক্ষিত নেতাদের মধ্য থেকেই মহানগরের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করা হবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯