ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের মাঝে গ্রেফতারের আতংক বিরাজ করছে। একের পর এক মামলায় জামিন বাতিল করে কারাগারে প্রেরণ, নতুন মামলার ভয়ে পালিয়ে বা আত্মগোপনে থেকে রাজনীতি করতে হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। রমজান মাসের পর থেকে এখন পর্যন্ত বিএনপির প্রায় পঁচিশজন নেতার জামিন নামঞ্জুর করা হয়েছে। এদের মধ্যে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেলও রয়েছেন। ইতোমধ্যে রোজেল হাইকোর্টে জামিনে মুক্ত হয়ে ফিরলেও কারাগারে রয়েছেন বাকিরা। এতে বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম আতংক বিরাজ করছে। গত ২৫ ফেব্রুয়ারি সোনারগাঁ থানার একটি নাশকতার মামলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের পাঁচ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। গত রোববার ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ ছাত্রদলের সাত নেতার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সর্বশেষ গত সোমবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ বিএনপির ১০ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। একের পর এক বিএনপির শীর্ষ নেতাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মাঝে আতংক দেখা দিয়েছে। নেতারা বলছেন, রমজানের পর দলের পক্ষ থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেয়া হতে পারে এমন ভয়েই গায়েবি মামলায় বিএনপি নেতাকর্মীদের গণহারে কারাগারে পাঠানো হচ্ছে। আমাদের নেতাদের বিরুদ্ধে অবাস্তব সকল অভিযোগ দায়ের করা হচ্ছে। এদিকে জামিন বাতিল ছাড়াও বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে একের পর এক অবাস্তব, মিথ্যা ও বানোয়াট মামলা দেয়ার পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করছেন দলের নেতাকর্মীরা। জানা গেছে, কয়েকদিন আগে সিদ্ধিরগঞ্জ থানায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহম্মদ গিয়াসউদ্দিনকে প্রধান আসামি করে একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করা হয়েছে। বিএনপি নেতারা বলেন, আন্দোলন সংগ্রাম থেকে দূরে রাখতেই আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে সরকার। এসকল মিথ্যা মামলা দিয়ে আর আমাদের দমিয়ে রাখা যাবে না৷ গিয়াসউদ্দিন সাহেব ও তার সন্তানদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই এমনটা করা হচ্ছে বলে জানান তারা। পাশাপাশি নারায়ণগঞ্জে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের জড়িয়ে এমন আরও অনেক মামলা দায়ের করা হতে পারে বলে আশংকা প্রকাশ করছেন বিএনপি নেতাকর্মীরা।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯