আজ মঙ্গলবার | ৫ নভেম্বর ২০২৪ | ২০ কার্তিক ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ১০:৩৪

জামাত নির্ভর এখন বিএনপি!

ডান্ডিবার্তা | ১১ মে, ২০২৩ | ১২:২৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে রাজপথে আন্দোলন সংগ্রাম এবং কেন্দ্রীয় কর্মসূচী পালনে বিএনপি তাদের অস্তিত্বের জাগান দিচ্ছে। তবে, জেলা ও মহানগর বিএনপির আন্দোলন সংগ্রামে দেখা যাচ্ছে না অণ্যতম শরীকদল জামায়াত ইসলামি নেতদাকর্মীদের। বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক ও নির্বাচনী জোটভুক্ত দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আর চাচ্ছেনা বলে জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। একই দাবী উঠেছে নারায়ণগঞ্জ বিএনপির ক্ষেত্রেও। জামায়াত বিএনপির জন্য বিষফোঁড়া হয়ে উঠছে বলেও মন্তব্য করেন অনেকে। নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীদের অনেকেই মনে করেন, যুদ্ধাপরাধ সহ নানা কারণেই জামায়াত বিতর্কিত। বর্তমান তরুণ ভোটার ও এ প্রজন্মও আর জামায়াতকে ভালো চোখে দেখছে না। সুতরাং বিএনপির উচিত দ্রুত জামায়াতকে পরিত্যাগ করা। তারই ধারাবাহিকতায় প্রভাব পড়েছে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মাঝেও। মনে জামায়াতের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও জোটকে বিতর্কিত না করার জন্য মন্তব্য করা থেকে এড়িয়ে যাচ্ছেন কেউ কেউ। আবার একই সাথে সরকারের নির্যাতন ও প্রতিকূলতা সহ্য করে জামায়াত এখনো জোটে রয়েছে এই দিক ভেবে সঙ্গেই রাখতে চান। তবে নারায়ণগঞ্জ বিএনপির নেতারা জামায়াতকে নিয়ে কি ভাবছেন তা জানতে চাওয়া হয়েছিল নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মাঠে থাকা নেতাদের কাছে। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে মন্তব্য জানতে চাওয়া হলে তিনি জামায়াত প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজি হননি। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, এটা তো কেন্দ্রীয় নীতিনির্ধারকদের ব্যাপার, কোন সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আমাদের খুব বেশী কিছু করার আছে বলে আমরা মনে করি না। তবে এটা বুঝতে হবে রাজনীতি একটি চলমান প্রক্রিয়া, পারিপার্শ্বিক অবস্থা সহ সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আশা করব কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা সাধারন মানুষের পালস বুঝেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি আরো বলেন, বর্তমানে রাজনৈতিক যে ক্রাইসিস চলছে সেখানে অপশাসনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ব হয়ে আন্দোলন করতে হবে। তাছাড়া জামায়াত নিজেরাও বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। সুতরাং দেশের এমন একটি সময়ে তাদের বিচ্ছিন্ন করা বা জোটে শরীক রাখার সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতারাই সঠিক ভাবে নিতে পারবে আশাকরি। এছাড়া দেশের বিভিন্ন স্থানীয় নির্বাচনের ফলাফলকে সামনে এনে বলেন, পুরো ফলাফল সরকারের একটি দূরভিসন্ধি হতে পারে জোট থেকে জামায়াতকে বিচ্ছিন্ন করতে উৎসাহিত করার জন্য। সেক্ষেত্রে বিএনপি জামায়াতকে ত্যাগ করলে জামায়াত আওয়ামী লীগে যোগদান করতেই পারে যা অস্বাভাবিক কিছুই নয়। এদেশের রাজনীতিতে বহুকাল ধরে এমন ঘটনা চলে আসছে। সেক্ষেত্রে যে কোন সিদ্ধান্ত নিতে হলে বিএনপিকে ঠান্ডা মাথায় নিতে হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, নারায়ণগঞ্জে ১৯৯৭ এর পরে এমন কোন মিছিল নেই যেখানে আমি সামনের কাতারে ছিলাম না। কিন্তু ১২ বছরের জোটের ভেতর ২টি মিছিলেও নারায়ণগঞ্জের জামায়াত অংশগ্রহণ করেনি। আমরা কেবল মুখে মুখেই জোট বলি কিন্তু জামায়াত নারায়ণগঞ্জে আমাদের কোন কর্মসূচীতে যোগদান করে না। সিটি নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউপি নির্বাচনেও আমরা জামায়াতকে সাথে পাই নাই। তাই আমার মতামত আগামী নির্বাচনে জামায়াতকে বাইরে রেখেই বিএনপি নির্বাচন করুক, সেটা আমার মত সকল তৃণমূল কর্মীর প্রধান দাবি। জামায়াতকে ছাড়াই বিএনপি নির্বাচনে জয় লাভ করতে সক্ষম যা সিলেট নির্বাচনেই প্রমানিত হয়েছে। তবে জামায়াত থাকবে কি থাকবেনা তা নিয়ে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় রয়েছেন বেশীরভাগ নেতাকর্মী। স্থানীয় পর্যায়ে এ নিয়ে পক্ষ-বিপক্ষ থাকলেও কেন্দ্রের নির্দেশ পেলে তা মেনে নেয়ার ব্যাপারে প্রস্তুত রয়েছেন তারা। তবে নির্বাচনের আগেই দ্রুত জামায়াতের ব্যাপারে কেন্দ্রীয় সিদ্ধান্ত জানানোর অনুরোধ জানিয়েছেন বিএনপির তৃণমূল নেতারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা