ডান্ডিবার্তা রিপোর্ট কারাবন্দি বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা ছাত্রদল, স্বেচ্ছা সেবক দল,কৃষকদল ও তাতি দলের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে চারটার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ থেকে শুরু হয়ে ঢাকা- নারায়নগঞ্জ মহা সড়ক দিয়ে জালকুড়ি কড়াইতলায় গিয়ে মিছিলটি শেষ হয়। এসময়ে মিছিল থেকে নেতাকর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুলসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতা-কর্মীসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে শ্লোগান দেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক শাহ আলম ব্যাপারী,সদস্য সচিব আজিজুল হক চৌধুরী, ফতুল্লা থানা তাতী দলের আহবায়ক সিদ্দিকুর রহমান উজ্জল, জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী,স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক মো. আমিনুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক মো. মামুন হোসাইন, মো. নাঈম মোল্লা, কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. আলী, আলামীন, রাহাত চৌধূরী, থানা তাতী দল নেতা মিজানুর রহমান মিজান, কামাল হোসেন, মাসুদ, রহিম, স্বেচ্ছা সেবক দল নেতা সেলিম, শামীম, শহিদুল, আলতাফ, সোহাগ, জাহাঙ্গীর, মিলন ঢালী, সেন্টু কাজী, মো. আলী, সোহেল, ছাত্রদল নেতা আরিফ, জীবন, হৃদয়, তুরান, হাসান, জীম, মেহেদী, তূর্য সহ আরো অনেকে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯