আজ মঙ্গলবার | ৫ নভেম্বর ২০২৪ | ২০ কার্তিক ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | বিকাল ৫:২৮

আইভী অনুসারিদের বাদ দিয়ে কেন্দ্রে জেলা আ’লীগের খসড়া

ডান্ডিবার্তা | ১৩ মে, ২০২৩ | ৯:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের খসড়া কমিটি কেন্দ্রে জমা দেয়া হয়েছে। এ খসড়া কমিটিতে মেয়র আইভীকে রাখা হলেও তার অনুসারি কাউকে রাখা হয়নি। এদিকে আইভীর অনুসারিদের পক্ষ থেকেও একটি খসড়া কমিটি কেন্দ্রে জমা দেয়া হয়েছে এমন সংবাদ শহরে চাউর রয়েছে। তবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল ৭৫ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছেন। গত ৩০ এপ্রিল আাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদলের স্বাক্ষরিত জেলা আওয়ামীলীগের প্যাডে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে এই কমিটি জমা দেয়া হয়। প্রস্তাবিত এই কমিটিতে সহ সভাপতি হিসেবে রাখা হয়েছে ১১ জনকে, যুগ সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছেন ৩ জনকে এবং সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে তিনজকে। সেই সাথে কমিটিতে ১ নং সিনিয়র সহ সভাপতি হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে রাখা হলেও তার অনুসারী কাউকেই জায়গা দেয়া হয়নি। একই সাথে আইভীর সাথে অথবা হিসেবে চন্দন শীলকেও রাখা হয়েছে। জেলা আওয়ামী লীগের এই প্রস্তাবিত এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল। সহ সভাপতি হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভী অথবা চন্দন শীল। সহ সভাপতি ফয়েজ আহমেদ উদ্দিন লাভলু, মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন, শরফুদ্দিন আহমেদ, মো. সিরাজুল ইসলাম, খন্দকার আবুল বাশার টুকু, কাজী বেনজির আহমেদ, মো. সানাউল্লাহ, অনুপ কুমার সাহা ও মাসুদ চৌধুরী মজনু। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন একেএম শামীম ওসমান এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, গাজী গোলাম দস্তগীর এমপি, আ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, আব্দুল্লাহ আল কায়সার, মো. শাহজাহান ভূইয়া, এম এর রশিদ, মো. সাইফুল্লাহ বাদল, মো. শওকত আলী, তোফাজ্জেল হোসেন প্রধান, মানজারি আলম টুটুল, মো. আজিজুল হক ভূইয়া, খোরশেদ আলম, মনির সিকদার, অ্যাডভোকেট আবু তাগের ফজলে রাব্বী, অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল, নাহিদা হাসনাত, প্রফেসর শিরিন বেগম ফেরদৌসী নিলা, সীমা রানী পাল, এহসানুল হাসান নিপু, শাহাদাত হোসেন সাজনু, অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, অ্যাডভোকেট মো. মহসিন, সুন্দর আী, নজরুল ইসলাম, আলী হোসেন, মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহমেদ, নিরাজুল ইসলাম ভ’ইয়া, শেখ সাইফুল ইসলাম, মো. আলী হোসেন ও আবু মো. শরিফুল হক। এর আগে দীর্ঘ প্রায় ২৫ বছর পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ২৩ অক্টোবর শহরের ইসদাইর এলাকার ওসমান পৌর স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। আর এই সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। সেই সাথে সম্মেলনের শেষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলকে আবারও পুনর্বহাল করা হয়েছিল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডা. আবু জাফর চৌধুরী বিরু, নাজমুল আলম সজল ও মীর সোহেল। সম্পাদকিয় পদের মধ্যে রয়েছেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুদর রউফ, কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক দীপক কুমার বনিক দিপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুজাম্মেল হক জুয়েল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলমাছ ভূইয়া, দপ্তর সম্পাদক এম এ রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক সামছুদ্দিন খান আবু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন নাসির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মোসাদ্দেক হোসেন পানু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেজ মশিউর রহমান বাবুল, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার ফেনরি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন টুলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মীর্জা সোহেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর, শ্রম সম্পাদক মো. হায়দার আলী, সাংস্কৃতিক সম্পাদক মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আরমান হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান রোমান, জাহাঙ্গীর হোসেন, ফয়জুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক জিনুর রহমান লিটন ও কোষাধ্যক্ষ কাজী সুমন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা