ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে টেন্ডার দাখিলের সময় শেষ হওয়ার আগেই কাজ শুরু। প্রায় এক কোটি টাকার শিমরাইল ফুটওভার ব্রিজের সম্প্রসারণের কাজ শুরু করে দিয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। টেন্ডার দাখিলের শেষ সময় অতিবাহিত হওয়ার আগেই নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অন্যান্য ঠিকাদারদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। টেন্ডার দাখিল ও খোলার সময় এখনো বাকী রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের ওয়েবসাইটে দেখা যায়, টেন্ডারদরপত্র নং ৮৩, টেন্ডারের দাখিলের শেষ সময় ১৪ মে, এবং টেন্ডার খোলার তারিখ ১৫’মে। অথচ গত ৪’মে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা ঠিকাদারকে কাজ কারার জন্য বুঝিয়ে দিয়েছেন এবং সে মোতাবেক ঠিকাদার ফুট ওভারব্রিজের জন্য মাটি খুঁড়ে বেইজ নির্মাণসহ অন্যান্য কাজ করেছেন। দিন রাত সমান তালে চলছে নির্মাণ কাজ। খোঁজ নিয়ে জানাগেছে, ই-টেন্ডারের মাধ্যমে উম্মুক্ত পদ্ধতিতে এই টেন্ডার প্রক্রিয়া করার বিজ্ঞপ্তি সড়ক বিভাগের ওয়েবসাইডে চলমান রয়েছে। নকশী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকরী মোঃ খায়রুল আনাম এই ফুটওভারব্রিজের সম্প্রসারনের কাজ করলেও তার কোন সাইনবোর্ড ঝুলানো নেই। নির্মাণ প্রকল্প এলাকা চারদিকে ঘেরাও করে বেড়া দেওয়া হয়েছে। মালামালও এনে রাখা হচ্ছে। টিখাদারি প্রতিষ্ঠানের কয়েকজন ঠিকাদার জানায়, গত ৫’মে থেকে তারা মাটি কাটা বেইজকরা রড বাধাই, লোহার খাচা এবং অন্যান্য কাজ করছেন। কাজে ব্যবহৃত মালামালের সঠিক মান নিয়ে প্রশ্ন রয়েছে, খোজ নিয়ে জানাগেছে, গবেষনাগারে মালামাল পরীক্ষা নিরীক্ষা বিহীন এসকল মালামাল ব্যবহার করা হচ্ছে। কার্যাদেশ পাওয়ার দিন থেকে এই কাজটি শেষ করার মেয়াদ ৩০’দিন।এ দিকে টেন্ডার দাখিল এবং খোলার ১১ দিন আগেই কিভাবে ঠিকাদার কাজ শুরু করতে পারে তা নিয়ে স্থানীয় ঠিকাদারদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়া ও কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদারকে কাজের পরিকল্পনা দাখিল করতে হয়। সংশ্লিষ্ট প্রকৌশলীর নির্দেশনা অনুযায়ী কাজে যে সকল মালামাল ব্যবহার করা হবে তার প্রতিটি গবেষনাগারে পরীক্ষায় উত্তীর্ণ হলে তার পর সেগুলো দিয়ে কাজ করতে হয়। কার্যাদেশের সূত্র ছাড়া সড়ক ও জনপথের গবেষনাগার কিংবা অন্য কোন অনুমোদিত গবেষনাগারে মালামাল পরীক্ষার জন্য পাঠানো যায়না। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ঠিকাদার বলেন, ইজিপি টেন্ডার নিয়ন্ত্রনের সব ক্ষমতা এখন প্রাক্কলন অনুমোদনকারী কর্মকর্তার হাতে। তিনি চাইলে সব কিছুই করতে পারেন। প্রাক্কলনে কাজের বিশেষ দফা যুক্ত করে তার একটি পর্যালোচনা দর নির্ধারন করে পছন্দের ঠিকাদারকে দিয়ে দিলে আর অন্য কোন ঠিকাদার এতে অংশ গ্রহন করলেও বাছাইয়ে টিকবেনা। এভাবেই এখন এসব হয়। সওজ’র ওয়েবসাইটের তথ্যে দেখাযায়, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের টেন্ডার বিজ্ঞপ্তি নম্বর ৮৩’র মাধ্যমে শিমরাইল ফুটওভারব্রীজ (প্রথম) মেরামত, নবরুপায়ন ও বর্ধিতকরনের কাজটির টেন্ডার আহ্বানের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে গত ১’মে। টেন্ডারবিক্রির শেষ তারিখ ১৪’মে এবং টেন্ডার জমা ও খোলার শেষ তারিখ ১৫’মে। তার পর অংশগ্রহনকারী দরদাতাদের টেন্ডার মূল্যায়ন কমিটি (সওজ এবং অন্য আরো একটি সরকারী প্রতিষ্ঠানের প্রকৌশলী নিয়ে গঠিত ৩’সদস্যের কমিটি) যাচাই-বাছাই করে যোগ্য দরদাতা পেলে তাকে নিয়োগে সুপারিশ করবেন। দ্রুততম সময়ে ঠিকাদার নির্বাচিত করলেও আরো বেশ কিছু দিন সময় লাগবে কাজের কার্যাদেশ দিতে। নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ব্রীজটি বাড়ানো হচ্ছে। গত ৪ নভেম্বর ঠিকাদারকে কাজ বুঝিয়ে দিয়েছি। নকশী এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান কাজটি করছে। দরপত্র দাখিল ও খোলার সময় বাকি থাকতে কিভাবে ঠিকাদারকে কাজ বুঝিয়ে দেওয়া হল জানতে চাইলে তিনি বলেন, এডিশনাল চীফইঞ্জিনিয়ার সবুজ উদ্দিন খাঁন তিনি নকমী এন্টারপ্রাইজকে কাজটি দিয়েছেন তাই আমি কাজ বুঝিয়ে দিয়েছি ঠিকাদারকে। টেন্ডারপ্রক্রিয়া শেষ না করে কিভাবে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে নারায়নগঞ্জ সওজের নির্বাহী প্রকেীশলী শাহানা ফেরদাউস বলেন, এটা রানিং ঠিকাদারের কাজ তাই তারাই এ কাজটি করছে। সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্তি প্রধান প্রকৗশলী সবুজ উদ্দিন খাঁন বলেন, যা কিছু করেছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ, আমি কিছুই জানিনা। নকশী এন্টারপ্রাইজের মালিক মো. খায়রুল আনাম কোন মন্তব্য করতে রাজি হননি, তবে তিনি নারায়ণগঞ্জ সড়ক বিভাগ থেকে জেনে নিতে বলছেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯