আজ শনিবার | ২ নভেম্বর ২০২৪ | ১৭ কার্তিক ১৪৩১ | ২৯ রবিউস সানি ১৪৪৬ | রাত ৯:৩৪

সিদ্ধিরগঞ্জে নাসিকের সড়ক দখল করে দোকান বসিয়ে চাঁদাবাজি কাউন্সিলর মতির

ডান্ডিবার্তা | ১৫ মে, ২০২৩ | ৯:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট একের পর এক দূর্নীতি করেও যেনো পার পেয়ে যাচ্ছেন বিভিন্ন ঘটনায় আলোচিত সমালোচিত নাসিকের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। বর্তমানে সিদ্ধিরগঞ্জের আদমজী সোঁনামিয়া মার্কেটের পিছনে নাসিকের সড়ক ও নির্মাণাধীন নাগিনা জোহা সড়কে স্থায়ী ও অস্থায়ী শতাধিক অবৈধ স্থাপনা দোকানপাট বসিয়ে নতুন করে আলোচনায় এসছেন এই বিতর্কিত কাউন্সিলর মতিউর রহমান মতি। গত শনিবার রাতে ঘটনাস্থলে গিয়ে এমন চিত্রের দেখা মিলে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের দায়ে দূর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চার্জশীটভুক্ত আসামি কাউন্সিলর মতি জোরপূর্বক নাসিকের রাস্থা দখল করে সেখানে টিনের তৈরি স্থায়ী প্রায় এক শতাধিক দোকান নির্মাণ করেছেন। ভাড়া দেওয়ার পূর্বে প্রতিটি দোকান মালিক থেকে পঞ্চাশ হাজার টাকা করে অগ্রিম নিয়েছেন এই বিতর্কিত কাউন্সিলর মতি এবং অভিযোগ রয়েছে প্রতি মাসে একেকটি দোকান থেকে ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা করে নেন তিনি। সূত্রে জানা গেছে, এসব অস্থায়ী দোকান থেকে প্রতিদিন ২০০-৩০০ টাকা ও স্থায়ী দোকান থেকে প্রতি সপ্তাহে পাঁচ হাজার করে টাকা নেন কাউন্সিলর মতির সহকারী চার জন চাঁদাবাজ। তারা হলেন, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কাদির ওরফে মাইগগা কাদির, মো: শাহিন ওরফে কানা শাহিন, মো: শাকিল ও বিদ্যুতের লাইনম্যান (সরকারী কর্মকর্তা) আব্দুল বারেক। এসব চাঁদাবজি নিয়ে ইতিমধ্যে ওই এলাকায় বিতর্কিত কাউন্সিলর মতি ও তার অনুসারীদের নিয়ে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা সমালোচনা। গুঞ্জন রয়েছে টাকা কালেকশনের চার চাঁদাবাজের মধ্যে একজন হলেন বিদ্যুতের লাইনম্যান। তিনি হলেন সরকারি বিদ্যুত অফিসের কর্মকর্তা আব্দুল বারেক। আব্দুল বারেক বিদ্যুত অফিসের কোন অনুমতি না নিয়েই নিজ থেকেই প্রতিটি দোকানে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন। এভাবে বিদ্যুৎ চুরি করেই কোটি কোটি টাকাসহ কয়েকটি বাড়ির মালিক বনে গেছেন এই আব্দুল বারেক। ঘটনাস্থলে গেলে সংবাদকর্মী পরিচয় পেয়ে মুখ খুলতে শুরু করেন একাধিক স্থানীয় ব্যাক্তি ও দোকান মালিকরা। অভিযোগের আঙ্গুল উঠে কাউন্সিলর মতি ও তার অনুসারীদের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যাক্তি জানান, আমাদের ভোটে নির্বাচিত হয়ে এখন আমাদের ব্যবসার ক্ষতি করছেন এই কাউন্সিলর মতিউর রহমান মতি। আমরা লাখ টাকা অগ্রিম দিয়ে মার্কেটে দোকান নিয়েছি। কাউন্সিলর মতি রাস্থা দখল করে রাস্থার পাশে অবৈধ দোকান বসিয়েছে। মানুষ সামনে দোকান পেয়ে এখন আর সিঁিড় বেয়ে মার্কেটে আসতে চায় না। আমরাতো তার কোন ক্ষতি করিনি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রাস্থার পাশের এক দোকানী বলেন, ব্যবসা বানিজ্য ভালো না। বেচা কিনা নাই। পঞ্চাশ হাজার টাকা অগ্রিম দিয়ে দোকান নিয়েছি। মাস শেষ হলেই পাঁচ হাজার করে টাকা দিতে হয় কাউন্সিলরের লোকজনকে। বাসা ভাড়া, ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছি। বেচা কিনা হোক বা না হোক তাদের টাকা দিতে হয়। সময় মতো টাকা না দিলেই কাউন্সিলর মতি ভাই এসে গালাগালি শুরু করেন। কোন উপায় না পেলে দোকান ছেড়ে দেশে চলে যাবো। নাম প্রকাশ না করার শর্তে নাসিক ৬ নং ওয়ার্ডের এক আওয়ামী লীগ নেতা বলেন, আমরা শুরু থেকেই আওয়মী লীগের রাজনীতি করি। আমাদের রক্তে মিশে গেছে আওয়ামী লীগের নামটা। একটা মানুষের বেঁচে থাকতে কতো টাকা লাগে? চলার মতো কি তার এখনো টাকা হয়নি? কিছুদিন আগে খবরের কাগজে দেখলাম প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তার (কাউন্সিলর মতিউর রহমান মতি) ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছেন দূর্নীতি দমন কমিশন (দুদক)। এটা আমাদের জন্য লজ্জার। একজন জনপ্রতিনীধি জনগনের ভোটে নির্বাচিত হয়। সে যদি তার সম্মান ধরে রাখতে না পারে তার দায় নাসিক ৬ নং ওয়ার্ড বাসী কখনোই নিবে না। স্থানীয় এলাকাবাসীর ভাষ্যমতে, কাউন্সিলর মতিউর রহমান মতি নির্বাচিত হওয়ার পরপরই বেপরোয় হয়ে উঠেছেন। ভুমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকান্ড, মারামারি, জোরপূর্বক অন্যের ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ নানা অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে। থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলেও জানা গেছে। তবে তার ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে চান না। এ বিষয়ে নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। তবে দোকানে বিদ্যুৎতের লাইন সংযোগ ও চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে আব্দুল বারেক বলেন, আমি কোন চাঁদা আদায় করি না। আমার পজিশনে চারটা দোকান রয়েছে সেগুলোর মিটার আছে। বাকিগুলোর কোন মিটার নেই বলে জানান তিনি। এদিকে আদমজী সোনামিয়া মার্কেটের ম্যানেজার মো: রমজান মিয়া বলেন, এসব দোকান আমাদের না। কে বা কারা এসব দোকান বসিয়েছে সেটা আমি জানি না। সড়ক দখল করে দোকান নির্মাণের বিষয়ে জানতে চাইলে নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান বলেন, সবইতো আমার লোকজন। অনেকেই সেখানে দোকান বসিয়েছে। এখন সবাইতো আর আমার কাছের লোক না। যাদের আগে দোকান ছিলো তারাও বসিয়েছে। ব্যবসা বানিজ্য করার জন্য খালি পেয়ে নতুন করে অনেকেই বসিয়েছে। তবে স্থায়ী দোকান বাবদ পঞ্চাশ হাজার টাকা করে অগ্রিম নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, কে টাকা নিয়েছে সেটা আমি জানি না। যদি কেউ টাকা নিয়ে থাকে তার বিরুদ্ধে যাচাই বাছাই করে নিউজ করেন। আন্তাজে লেইখেন না হ্যা… আমার জানা মতে আমি এমন কিছু জানি না। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা