প্রেস বিজ্ঞপ্তি নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও আওয়ামী ফ্যাসীবাদী দুঃশাসন অবসানের দাবিতে নারায়ণগঞ্জে বাম জোটের মানববন্ধন ও মিছিল করেছে। সয়াবিন তেল, চিনি, আলু, পেঁয়াজ, রসুন, আদাসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ও আওয়ামী ফ্যাসীবাদী দুঃশাসন অবসানের দাবিতে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরে প্রদক্ষিণ করে। বাম জোটের সমন্বয়ক ও জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদের জেলার আহ্বায়ক কমরেড নিখিল দাস, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শিবনার্থ চক্রবর্তী, বাসদের জেলা কমিটি সদস্য সেলিম মাহমুদ, সুলতানা আক্তার, জেলা সিপিবির নেতা আব্দুল হাই শরীফ, দুলাল সাহা, শাহানারা বেগম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের বাজার উর্ধŸমুখী। সয়াবিন তেল, চিনি, আলু, পেঁয়াজ, রসুন, আদা, শাকসব্জি, বয়লার মুরগিসহ এমন কোনো জিনিস নেই বাজারে যার দাম ক্রমাগত বাড়ছে না। মানুষের জীবনে নাভিশ^াস উঠছে। মানুষের আয় বাড়েনি কিন্তু মানুষের খরচ দ্বিগুণ-তিনগুণ বেড়েছে ফলে মানুষ খাবার কমিয়ে দিচ্ছে। বিশেষ করে নি¤œ আয়ের মানুষ ভীষণ দিশেহারা। সরকার বাজার সিন্ডিকেট অসৎ ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিয়েছে। চিনির প্রতি কেজি ১৪০ টাকা হয়েছে অথচ রাষ্ট্রীয় চিনিকলগুলো সরকারিই বন্ধ করে আমদানি নির্ভর করে আজকের পরিস্থিতি তৈরী করেছে। নেতৃবৃন্দ আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ এই সরকার ২০১৮ সালে নিশি ভোট করে ক্ষমতায় এসেছে। জনগণের প্রতি দায় অনুভব করে না। চরম ফ্যাসীবাদী দুঃশাসন পাকা পোক্ত করার প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন জারি রেখেছে। আবার ক্ষমতায় আসার পাঁয়তারা চালাচ্ছে। ইতিমধ্যে প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তাই বর্তমান আওয়ামী সরকারকে পদত্যাগ করে নিদর্লীয় তদারকি সরকারের অর্ধীনে নির্বাচন ছাড়া বাম জোট নির্বাচনে অংশ গ্রহণ করবে না। নেতৃবৃন্দ গ্রাম শহরের শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালু করার জোর দাবি জানান।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯