ডান্ডিবার্তা রিপোর্ট আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগসহ সিদ্ধিরগঞ্জের অর্ন্তগত এক থেকে ১০ নম্বর ওয়ার্ড কমিটিকে উজ্জীবিত করার লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহন করা হয়েছে। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্র্রীয় কমিটির নেতৃবৃন্দের দিকনির্দেশনায় ইতিমধ্যে সংগঠনটিকে গোছাতে কাজ শুরু করেছে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের নেতৃবৃন্দ। বিরোধী দলের নির্বাচন পূর্ববর্তী যেকোন নাশকতা ঠেকাতে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বর্ষীয়ান শ্রমিক নেতা আব্দুল মতিন মাস্টার এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াসিন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে দলটিকে সুসংঘঠিত করতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। গত পহেলা মে শ্রমিক দিবসে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে বিশাল শোডাউন করে আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ তাদের সক্ষমতার জানান দিয়েছেন বলে নেতৃবৃন্দ দাবী করছেন। গতকাল সোমবার সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছামাদ বেপারী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: কবির হোসেন এসব কথা জানান। আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ নেতৃবৃন্দ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন রাজনীতির মাঠে-ময়দানে ঐক্যবধ্য ভাবে কাজ করে যাচ্ছে। সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের অর্ন্তভুক্ত সিদ্ধিরগঞ্জের এক থেকে ১০ নম্বর ওয়ার্ড কমিটিকে চাঙ্গা করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বর্ষীয়ান শ্রমিক নেতা আব্দুল মতিন মাস্টারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে কর্মী সভা করবো। ইতিমধ্যে আমাদের প্রান প্রিয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতৃবৃন্দ সে লক্ষ্যে আমাদেরকে দিকনির্দেশনা দিয়েছেন। আমরা সে মোতাবেক দলকে সংসঘঠিত করার জন্য কাজ করছি। আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, গত বছরের ২৬ মে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নান ও সাধারন সম্পাদক কে.এম আযম খসরু (জাতীয় শ্রমিক লীগের একটি প্যাডে) স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগকে নতুন করে পুর্নগঠন করতে ৬ মাসে জন্য একটি সম্মেলন প্রস্তুতি কমিটি দেওয়া হয়। গত বছরের ২৬ নভেম্বর ৬ মাসের দেওয়া সম্মেলন প্রস্তুতি কমিটির মেয়াদ শেষ হয়। তবে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব পরিচয়দানকারী সাদ্দাম হোসেন এই শ্রমিক লীগ নিয়ে শুরু করেছে করছে অপরাজনীতি। একই সাথে বিভিন্ন সময় কমিটি ও শ্রমিক লীগ নেতা কর্মীদের নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে দলের মধ্যে। আর এতে ক্ষুন্ন হচ্ছে দলের ভাবমূর্তি। এক দিকে আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছামাদ বেপারী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব কবির হোসেন নেতা- কর্মীদের নিয়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে গেলেও অপরদিকে বিতর্কিত সদস্য সচিব সাদ্দাম হোসেন শ্রমিক লীগ কমিটিকে অপব্যবহার করে বিভিন্ন সময় স্যোশাল মিডিয়া ফেসবুক ও গণমাধ্যমে বিভিন্ন ভাবে অপপ্রচার করে যাচ্ছে। জানা গেছে, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন (৬৫) অসুস্থ হয়ে রাজনীতির মাঠ থেকে দূরে রয়েছেন। এমতাবস্থায় দলের কার্যক্রমকে গতিশীল রাখার জন্য শ্রমিক লীগের কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং সকলের সমন্বয়ে এক আলোচনা সভায় সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো: কবির হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা দাবী করে বলেন, সভাপতি আব্দুস ছামাদ বেপারী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: কবির হোসেন কমিটির সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঐক্যবধ্য হয়ে কাজ করে যাচ্ছেন। সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া জাতীয় শ্রমিকলীগ। বাংলাদেশ আওয়ামীলীগ ও জাতীয় শ্রমিকলীগের সকল কর্মসূচী সংগঠনের মাধ্যমে নিরলস ভাবে পালন করে আসছি এবং বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য সকল নেতৃবৃন্দকে সাথে সংগঠন পরিচালনা করে আসছি।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯