আজ শনিবার | ২ নভেম্বর ২০২৪ | ১৭ কার্তিক ১৪৩১ | ২৯ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৭:৩২

জাপা ঠেকাতে একাট্টা আ’লীগ

ডান্ডিবার্তা | ২০ মে, ২০২৩ | ১১:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে আওয়ামী লীগ বিএনপি। একই সাথে সরকারকে ক্ষমতা থেকে হটাতে একের পর এক বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। অপরদিকে বিএনপিকে ঠেকাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মাঠে শান্তি সমাবেশ করে যাচ্ছে। কিন্তু এই দিক দিয়ে নিরব ভুমিকায় রয়েছেন জাতীয় পার্টি। তারা কোন আন্দোলন সংগ্রামে কিংবা রাজনীতির মাঠে না থেকে সুযোগ সন্ধানীতে রয়েছেন বলে জানান রাজনৈতিক বোদ্ধামহল। এদিকে আগামী নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ একটি দাবীতে একমত পোষণ করেছে ক্ষমতাসীন দলের স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আর তা হলো নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকা চান তারা। কেননা নারায়ণগঞ্জে জাতীয়পার্টিকে নিয়ে বেশ বেকায়দায় রয়েছে এখানকার আওয়ামীলীগ। বিশেষ করে জেলার ৫টি আসনের মধ্যে দুটি আসনেই রয়েছেন জাতীয়পার্টির এমপি। বিএনপির চেয়ে আওয়ামীলীগ নেমেছে জাতীয় পার্টিকে ঠেকাতে। সদর-বন্দর এবং সোনারগাঁ আসনে জাতীয় পার্টির এমপি থাকায় এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা অবহেলিত হয়ে আছে বলে জানান তারা। ক্ষমতাসীন দলের এমপি না থাকায় সর বন্দর এবং সোনারগাঁ এলাকার আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের দুঃখ কষ্ট কারো সাথে শেয়ার করতে পারেন না। আর এনিয়ে তাদের মাঝে ক্ষোভ রয়েছে। তাই এবার জোরালো ভাবে এই দুটি আসনের পাশা পাশি নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকার দাবী জানিয়ে আসছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। দলীয় সূত্র মতে, সদর-বন্দর আসনে বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনে জোট ও মহাজোটের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রার্থী জয়ী হন। এ আসনটি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে মহাজোটের শরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়। একই সাথে ২০১৪, ২০১৮ সনের জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ আসনটি আওয়ামী লীগের শরীক দল জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হয়। এতে হতাশ স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এই দুটি আসনে আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে নেমেছে। তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ছাড় না দেয়ার জন্য জোরালো ভাবে মাঠে নেমেছেন। তাছাড়া ইতোমধ্যে আওয়ামী লীগের মহাজোটের সাথে জাতীয় পার্টি নেই। তারা আলাদা হয়ে গেছেন। শহর-বন্দর আসনের বর্তমান এমপি সেলিম ওসমান ও সোনারগাঁ আসনের বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা জনপ্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন। তারা জাতীয় পার্টির এমপি হওয়ায় তাদের সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে তাদের তেমন একটা মিল নেই। জানা গেছে, সদর-বন্দর আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা নিয়ে নিয়মিত দলীয় নানা উন্নয়ন প্রচার প্ররচারনা করছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, তিনি বন্দরের বাসিন্দা হওয়ায় সদর বন্দরে তার ব্যপক পরিচিত রয়েছে। একই সাথে সদর-বন্দর আসনে নৌকার প্রার্থী হিসেবে তার সমর্থকরা তাকে পেতে চান। আর এজন্য এই নেতার ব্যানার পোষ্টার ছবি দিয়ে পুরো সদর বন্দর জুড়ে এখন থেকে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তার সাথে পাল্লা দিয়ে প্রচারনায় নেমেছেন সদর-বন্দর আসনের মনোনয়ন প্রত্যাশী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, এছাড়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সেক্রেটারি অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা, তারা সকলেই সদর-বন্দর আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। অপর দিকে সোনারহাঁ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছেন সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুুর রহমান কালাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আওয়ামীলীগ নেতাকর্মীরা আর জাতীয়পার্টির এমপিকে দেখতে চায়না। বিশেষ করে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন মেয়র আইভী জেলার ৫টি আসন থেকেই নৌকা প্রতীকের প্রার্থীর দাবি তুলেছেন। এছাড়াও জেলা ও মহানগর আওয়ামীলীগের সভাপতি সেক্রেটারি সহ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশিরাও একই দাবি তুলেছেন। আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু বলেন, আমরা জেলার ৫টি আসনে আগামী নির্বাচনে নৌকার প্রার্থী দেয়ার দাবী জানাই। নৌকা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যাকে নৌকা দিবেন আমরা তার পক্ষেই কাজ করবো। তবে আমরা এখানে জাতীয় পার্টির উপর ভর করে থাকতে চাই না। আমরা আমাদের দলীয় প্রার্থী চাই। এছাড়া ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জোরালো ভাবে জেলার ৫টি আসনে নৌকার দাবী তুলেছেন। একই সাথে তিনি সদর-বন্দর আসনে একটি বার নৌকা ভোট দিতে চেয়ে এখানে নৌকার প্রার্থী দেয়ার দাবী জানান। গত বুধবার স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে শুরু করে বিভিন্ন সভায় নারায়ণগঞ্জ মহাগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা জেলার ৫টি আসনে নৌকার দাবী জানিয়ে আসছেন। তারা এখানে সবকটি আসনে নৌকার প্রার্থী চান। গত বুধবার জেলা এক সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন, আমরা নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকার প্রার্থী দেয়ার দাবী জানাই নেত্রীর কাছে। নেত্রী যাকে নৌকা দিবে আমরা তার পক্ষেই কাজ করবো। দলের ভিতরে থেকে কেউ যদি দলের বদনাম করে তাদেরকে আমরা চাই না। এছাড়া বিভিন্ন সভায় ২০১৮ সনের নির্বাচনের পর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইও তার বক্তব্যে নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকার প্রার্থী দেয়ার দাবী জানিয়ে আসছেন। তবে তাদের এই দাবী গত বছরে নাসিক নির্বাচনের সময় দায়িত্বরত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে নৌকা দেয়ার আশ্বাস দেন। তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের মাঝে দলা দলি থাকলেও তারা ৫টি আসনে নৌকার দাবীতে এক মত পোষণ করেছেন। সেই সাথে এখানে দুটি আসনের জাতীয় পাটিকে ঠেকাতে তারা জোরালো ভাবে নৌকার প্রার্থী দেয়ার দাবী নিয়ে মাঠে নেমেছেন। কিন্তু তাদের এই দাবী পুরন করতে পারে আওয়ামী লীগের দলীয় সভানেত্রী। সেই দিকেই তারা তাকিয়ে রয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা