ডান্ডিবার্তা রিপোর্ট নেতাকর্মীদের বিশৃঙ্খল আচরণ, হুড়োহুড়ি ও নেতাদের নামে দেওয়া স্লোগান ঠেকাতেই ব্যস্ত থাকতে হয়েছে নারায়ণগঞ্জের শীর্ষ নেতাদের। এমনকি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও এই বিশৃঙ্খল আচরণের মুখে পড়েছেন। গতকাল শুক্রবার বিকালে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জেলা ও মহানগর বিএনপির জনসমাবেশের পুরোটা সময়জুড়ে নেতাকর্মীরা বিশৃঙ্খল আচরণ করেছেন। সমাবেশে বক্তব্য দেওয়ার চেয়ে উচ্ছৃঙ্খল এই নেতাকর্মীদের শান্ত করতে ব্যস্ত থাকতে হয়েছে অতিথিদের। স্লোগান বন্ধ করতে বারবার তাগাদা দেওয়ার পরও তারা শান্ত হননি। নিজ নেতার নামে করা ব্যানার, পোস্টার নামানোর জন্য স্টেজ থেকে বারবার অনুরোধ জানানো হলেও তারা কর্ণপাত করেননি। দুপুর ৪টায় মঞ্চে উঠেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উঠার সাথে সাথে নেতাকর্মীদের হুড়োহুড়ির আচরণের মুখে পড়েন তিনি। নারায়ণগঞ্জের শীর্ষ নেতারা বারবার শান্ত করতে তাদেরকে কয়েকবার নির্দেশ দেন। বারবার নিষেধ করার পরও তারা শান্ত হননি। এসময় নেতাকর্মীদের এরকম বিরক্ত আচরণে মঞ্চ থেকে চলে যেতে চেয়েছিলেন তিনি। পরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান মির্জা আব্বাসকে শান্ত করে চেয়ারে বসান। নেতাকর্মীদের এমন আচরণে বিরক্ত হয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান বক্তব্যে বলেন, আমাদের নেতা ফিরে আসবেন এবং জাতিকে নেতৃত্ব দিবেন। আপনারা এই রাজপথ দখলে রাখবেন। নেতৃত্বের প্রতিযোগীতার সময় এখন নয়। আমারা একত্রে ঐক্যবদ্ধ ভাবে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করবো। জানা যায়, উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯