আজ শনিবার | ২ নভেম্বর ২০২৪ | ১৭ কার্তিক ১৪৩১ | ২৯ রবিউস সানি ১৪৪৬ | ভোর ৫:৩১

বিএনপির জনসমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ

ডান্ডিবার্তা | ২০ মে, ২০২৩ | ১১:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট স্থানীয় নেতার পক্ষে স্লোগান দেয়া নিয়ে নারায়ণগঞ্জে বিএনপির জনসমাবেশে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৬-৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দশ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসমাবেশে এ ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশস্থলে মির্জা আব্বাস উপস্থিত হওয়ার প্রায় এক ঘণ্টা আগে শ্লোগান দেয়া নিয়ে দুই গ্রুপ এ সংঘর্ষে জড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল তিনটা থেকে শহীদ মিনারের বেদিতে সমাবেশ শুরু হয়। চারটার দিকে শহীদ মিনারের উত্তর পাশে শ্লোগান দেয়া নিয়ে বিএনপির নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছুঁড়ে মারার ঘটনা ঘটে। এ সময় তুমুল হট্টগোল ও হৈচৈ শুরু হয়। অন্তত ১০ মিনিট চলে দুই গ্রুপের সংঘর্ষ। এতে উভয় গ্রুপের অন্তত ৬-৭ জন আহত হয়েছেন। পরে স্থানীয় নেতারা দুই গ্রুপকে শান্ত করেন। এ ঘটনায় সমাবেশে আগত অন্য নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধান অতিথি মির্জা আব্বাস সমাবেশে এসে যোগ দেন। পরে দুই গ্রুপের মারামারির বিষয়টি জানতে পারেন তিনি। সোয়া ৫টায় তিনি বক্তব্য শুরু করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি এ বিষয় নিয়ে নেতাকর্মীদের হুঁশিয়ারও করেন। নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না করে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রমে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। কোনো নেতার পক্ষে শ্লোগান দিতে নিষেধ করেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, ‘এখন থেকে কোনো নেতার নামে শ্লোগান হবে না। শ্লোগান যদি দিতে হয় তবে শুধুমাত্র আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে শ্লোগান হবে। আর কোনো নেতার নামে শ্লোগান হবে না, এ আমি স্পষ্ট বলে দিচ্ছি।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা