ডান্ডিবার্তা রিপোর্ট সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, আলীরটেক ইউনিয়নে খুব দ্রুতই ফেরির ব্যবস্থা করা হবে। আগে নৌকা-কোষা করে আলীরটেক ইউনিয়নের মানুষ নদী পারাপার হতো। আপনাদের ফেরীর চাহিদা কত বড় বিশাল মানুষের উপস্থিতি প্রমান করে। এর আগে সড়ক এন্ড জনপথের সাথে বসেছিলাম তারা বলেছিল রমজানের আগে ফেরী চালু হবে কিন্তু চালু হয়নি। লজ্জায় আমি এলাকায় আসিনি। অতিদ্রুত সময়ের মধ্যে ফেরী চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, ফেরী চালুর সব ব্যবস্থা সম্পন্ন একটি মাত্র সমস্যা আজকের পর ঠিক হয়ে যাবে। গতকাল শনিবার সকালে ডিক্রীরচর ঘাট সংলগ্ন বালুর মাঠে ডিক্রীরচর ফেরি চালুর নির্মান কাজ পরিদর্শনের পূর্বে এলাকাবাসীর উদ্যোশ্য প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সেলিম ওসমান আরও বলেন, রোদ-বৃষ্টি-কুয়াশা পার হয়ে আলীরটেকের ৩০ হাজার মানুষ শহরে যায়। ছেলে মেয়েরা শিক্ষিত হতে পারছেনা। প্রত্যেক পরিবারে উন্নয়ন করতে চাই। নিজস্ব অর্থায়নে কাজ করলে দেরী হয়না। আমি ৩০০ কোটি টাকার উন্নয়ন করেছি। সেলিম ওসমান এমপি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়ন করতে হবে। আলীরটেকে ফেরী নিয়ে কোন বিভেদ সৃষ্টি হয়নি। সবাই ফেরী চান। সরকার চাচ্ছে প্রত্যেকটি এলাকায় উন্নয়ন হোক। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে তরুন প্রজন্ম উন্নত হবে। ডিএফডিপি’র যুগ্ম সচিব সুলতানা ফেরদৌস বলেন, ফেরি ঘাটের প্রয়োজনীয়তা আপনাদের উপস্থিতি প্রমান করে। নাসিম ওসমান এমপির নামে সেতু হয়েছে। পদ্মা সেতু আতœ মর্যাদার প্রতীক। ফেরির জন্য দেখতে হবে ইকোনমিক বায়োবল কিনা। রাস্তা যানবাহন চলাচলের উপযোগী করতে হবে। আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক, মহাসড়ক ও পরিবহন বিভাগের যুগ্ম সচিব সুলতানা ইয়াসমিন, সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিজুল হক খান, সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী সামসুন নাহার সহ আরো উপস্থিত ছিলেন আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সমাজসেবক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, আব্দুল কাদির মূর্ধা, জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির জাহাঙ্গীর ভান্ডারী, আব্দুল গফুর রাজা, আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য মোকতার হোসেন, শাহীন রাজু, জাকির হোসেন, রওশন আলী, ফিরোজ মিয়া, সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক, মো. দিদার হোসেন, শফিকুল ইসলাম বিপ্লব প্রমুখ। পরে আলীরটেকের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন অতিথি বৃন্দ।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯