আজ শুক্রবার | ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ২৮ রবিউস সানি ১৪৪৬ | রাত ৯:২৪

বিভাজনে আটকা না’গঞ্জ আ’লীগ!

ডান্ডিবার্তা | ২৩ মে, ২০২৩ | ১০:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নেতায় নেতায় কোন্দল, মনোনয়ন যুদ্ধ, উত্তর-দক্ষিণ মেরুর বিভাজনসহ না কারণে আওয়ামীলীগের সরকার ক্ষমতায় থাকলেও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে এখনো গতি ফিরে আসেনি। জেলা কমিটি এখনো পূর্নাঙ্গ না হওয়া পাশাপাশি আংশিক কমিটির নেতাদের বিভাজনে দলের নেতাকর্মীরা বিচ্ছিন্ন ভাবে পালন করছে দলীয় কর্মসূচি। আর মহানগর আওয়ামীলীগের অধিকাংশ নেতাই সুবিধাবাদি ও কর্মবিহীন। তাই দলীয় কোন কর্মসূচী একক ভাবে পালন করতে বেশ বেগ পুহাতে হচ্ছে তাদের। তাছাড়া এই কমিটির নেতারাও দুই ভাগে বিভক্ত। একই সাথে নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীরা মাঠে যুদ্ধে নেমে গেছে। ব্যস্ত হয়ে পড়েছেন নিজেদের বলয়কে শক্তিশালী করতে। এছাড়াও থানা ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগে ও সহযোগী সংগঠনগুলোর কমিটি যুগ পাড় হয়ে গেলেও পুনঃগঠন করা হচ্ছে না। আবার কোন কোন ইউনিটে কমিটি আছে তবে নেতার কোন অস্তিত্ব নেই। তাই সব মিলিয়ে সাধারণ নেতাকর্মীদের অভিযোগ, দল ক্ষমতায় থাকলেও নারায়ণগঞ্জে সাংগঠনিক ভাবে পিছিয়ে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। অনুসন্ধানে জানাগেছে, কমিটিগুলো পূর্ণগঠন না হওয়ায় এ সুযোগকে কাজে লাগিয়ে নেতা বনে গেছে অনেক বিতর্কীতরা। নজরদারী না থাকায় আওয়ামী লীগ ঘরানার রাজনীতিতে ৯টি সহযোগি সংগঠন ছাড়া অন্যকোন সংগঠন নেই নামের পরে ‘লীগ ‘জুড়ে দেওয়া ভূঁইফোড় সংগঠন এখন নারায়ণগঞ্জের বিভিন্ন অলিগলিতে ছেঁয়ে গেছে। তাই রাজনীতির মাঠের বাইরে রয়েছে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতারা। যে কারনে দলের স্বাভাবিক গতি ফিরে আসছে না। তবে রাজনৈতিক বোদ্ধারা বলছে কমিটি থাকলে সুনিদিষ্ট একটি ব্যানারের মাধ্যমে দলীয় কর্মকান্ড পরিচালত হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সু-সংগঠিত ভাবে সংগঠনের কর্মকান্ড পরিচালনা করতে সক্ষম হতো। এ জন্য কমিটি গঠনের কোন বিকল্প নেই। কর্মীদের মতে, জেলা কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় বিচ্ছিন্ন ভাবে কর্মকান্ড করতে হচ্ছে। এছাড়া জেলার অন্যান্য থানা, ইউনিয়ন এমনকী ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোর মেয়াদ ফুরিয়ে গেছে অনেক বছর থরে। মেয়াদ উর্ত্তীণ কমিটি দিয়েই পরিচালিত হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড। দলের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে আওয়ামী লীগকে নতুন করে সাজানো এখন সময়ের দাবি। এ ব্যাপারে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের তৎপরতা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করছেন দলের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা। আর মহানগর আওয়ামীলীগের নেতারা নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত সময় কাটাচ্ছে। অনেকেই এখন আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে অনেকে। একই সাথে নিজের মেয়াদ উর্ত্তীণ হওয়ার পথে হলেও এখনো পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের একটিতেও কমিটি পুন:গঠন করতে পারেনি। অভিযোগ রয়েছে, যোগ্যতা না থাকলেও পদ-পদবী আকরে রেখেছেন মহানগর আওয়ামীলীগের অনেক নেতা। কেউ বা আবার রাজনীতির মাঠে না থাকলেও বিএনপির নেতাদের সাথে মিলে ব্যবসা করছেন। আবার ব্যবসার মুনাফা নিয়ে বিদেশ ভ্রমন করছেন। এদিকে, নতুন করে নারায়ণগঞ্জ আওয়ামীলীগে যুক্ত হয়েছে মনোনয়ন যুদ্ধ। দলীয় মনোনয়ন নিশ্চিত করতে প্রার্থীরা এখন নিজেদের মধ্যে দ্বন্দ্বে জরিয়ে পড়ছেন। এর ফলে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ নেতাকর্মীরা। প্রার্থীরা মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রে লবিং এর পাশাপাশি নিজের বলয়কে শক্তিশালী করতে কাজ করছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা