আজ শুক্রবার | ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ২৮ রবিউস সানি ১৪৪৬ | সন্ধ্যা ৭:২৮

ভুমি অফিস দালালমুক্ত রাখতে নিজের কাজ নিজে করতে হবে: ডিসি

ডান্ডিবার্তা | ২৩ মে, ২০২৩ | ১১:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, নিজের কাজ নিজে করলে, নিজের জমির খাজনা নিজে দিলে ভুমি অফিস দালালমুক্ত থাকবে। আপনার কাজ আপনি করলে আমার অফিসার আপনাকে ঘুরাবে না। কেননা কেউ কোনো কাজ নিয়ে গেলে অফিসাররা জিজ্ঞাসা করে এটা কার কাজ, তখন যে দালাল সে বলে আমার অমুক, তমুকের কাজ। তখন আমার অফিসার তাকে ধমক দিয়ে বের করে দেয়, তখন ঐ দালাল আপনাকে এসে তো আর সত্যি টা বলে না। সে তখন বলে টাকা ছাড়া হবে না। কিন্তু যদি আপনি নিজে আসেন তাহলে আপনার কাজ পয়সা কড়ি ছাড়াই হবে। ভূমি সেবাসপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার সকাল ৯টায় না.গঞ্জ সদর ভূমি অফিসে জেলা প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে জমির খাজনা না দিলে সেই জমি খাসের অন্তর্ভুক্ত হয়ে যায়। তখন আপনি কাগজ নিয়ে এসে বলেন, স্যার ভুল করে রেকর্ড ভুল হয়েছে। কিন্তু আসলে ভুল হয় নাই, আপনি খাজনা দেন নাই, এইজন্য আইনগতভাবে এটা খাস হয়ে গেছে। এই খাস থেকে বাঁচার জন্য আপনি উকিলের পিছনে, দালালের পিছনে দৌড়াদৌড়ি করেন। নিজের দোষ কেউ খুঁজে পায় না। আবারও বলি শুনে রাখেন, ধারাবাহিকভাবে ৩ বছর, কখনো কখনো আর একটু বেশী সময় ধরে যদি আপনি আপনার জমির খাজনা না দেন, তাহলে সরকার মনে করলে ঐ জমি খাস করে নিতে পারে। আপনার যত দলিলই থাকুক না কেন। কারণ আপনার জমির মালিকানার নিয়ম হচ্ছে রাষ্ট্রকে আপনি খাজনা দিবেন। তিনি বলেন, এই শহরের সরকারী অফিস, বেসরকারী অফিস, রোডস, রেলওয়ে, হাসপাতাল, সিটি কর্পোরেশনসহ সকল স্থাপনার খাজনা নেয় এই এসিল্যান্ড অফিস। কারণ বাংলাদেশের সকল জমি মালিক রাষ্ট্র। আর রাষ্ট্র মানে জনগন, কাজেই এই দেশের সকল জমির মালিক এই দেশের সকল মানুষ। রাষ্ট্র বা সরকার তার পক্ষে এইটা আমানত হিসেবে রাখে। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌসের সভাপত্বিতে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ. এম. সালাউদ্দীন মনজু। পরে অনুষ্ঠানে বেলুন উত্তোলন করে ও পায়রা উড়িয়ে সেবাসপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। একইসময়ে পরিবেশ রক্ষায় সহকারী কমিশনার ভূমি সদর প্রাঙ্গণে গাছ রোপন করেন তিনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা