ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধীরে ধীরে সক্রিয় হচ্ছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। একের পর এক পুলিশি বাধা সত্ত্বেও কেন্দ্রীয় নির্দেশনা পালনে মিছিল নিয়ে বেরিয়ে পড়েন তারা। গত কয়েকবছর ধরে হাতেগোনা কয়েকজন নিয়ে সভা ও মিছিল করলেও ধীরে ধীরে নেতাকর্মীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জাতীয় নির্বাচনের আগ মুহুর্ত পর্যন্ত কেন্দ্র থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মাঠ ছাড়ছে না নারায়নগঞ্জ বিএনপি এমনটাই নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ। তবে এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভেতর মাথাব্যথা না থাকলেও রাজনীতিতে আশার আলো দেখছেন বিএনপির কর্মী সমর্থকরা। তবে শুধু নারায়ণগঞ্জ নয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেই সক্রিয় হচ্ছে দলের নেতাকর্মীরা। সারাবছর দলীয় কর্মসূচির অপেক্ষায় থাকা নেতারা কেন্দ্রের সবুজ সংকেত পেয়েই নেমে পড়েছেন রাজপথে। পুলিশি বাধা থাকলেও অনেক ক্ষেত্রে তা উপেক্ষা করেই জোর গলায় খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। আর এ ক্ষেত্রে নারায়ণগঞ্জে সবচেয়ে এগিয়ে রয়েছেন মহানগর বিএনপি ও মহানগর যুবদলের নেতাকর্মীরা। জানা যায়, আর মাত্র দেড় বছর বাকি জাতীয় নির্বাচনের। নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় সম্মেলনের ঘোষনা দিয়েছে কেন্দ্র। সে মোতাবেক অচিরেই জেলা ও মহানগর বিএনপির পূনাঙ্গ কমিটির ঘোষনা আসতে পারে যে কোন সময়। একদিকে সম্মেলন অন্যদিকে নির্বাচন কেন্দ্রীক আন্দোলনসহ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সর্বোচ্চ চেষ্টা চালাতে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আর সে কারণে বেশ সরগরম হবার চেষ্টায় রয়েছেন বিএনপির নেতাকর্মী। তবে কেন্দ্র থেকে সহিংস হবার নির্দেশনা দেওয়া হয়নি কাউকেই। বিএনপি নেতারা জানান, নির্বাচনকালীন আন্দোলন এবং চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির জন্য দেশে অরাজকতা করতে নিষেধ করা হয়েছে। তার মুক্তির জন্য এখনও আদালতের প্রতি আস্থা রেখেছে বিএনপি। আর সে কারণেই বিএনপি সক্রিয় হলেও সহিংস আন্দোলনের কোন শংকা প্রশাসনের ভেতর নেই। এছাড়া দীর্ঘদিন পর মিছিল-মিটিংয়ের মাধ্যমে নেতাকর্মীরা পুনরুজ্জীবিত হচ্ছেন যা নিষ্কিয় বিএনপির জন্য বেশ সুফল বয়ে আনবে বলে মনে করছেন নেতারা। এদিকে গত কয়েকমাসে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে যেসব নেতাকর্মীরা সক্রিয় থাকেন তার নাম উঠে আসে। বিশেষ করে জেলা বিএনপি নেতা মামুন মাহমুদ, রুহুল আমিন শিকদার, মহানগর মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোজেল, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আনোয়ার প্রধান, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদল নেতা মশিউর রহমান রনি প্রমুখ। নারায়ণগঞ্জ বিএনপি সূত্র বলছে, চলমান কৌশলে বিএনপি এভাবে এগিয়ে যেতে পারলে রাজনৈতিকভাবে লাভবান হবে দলটি। স্বাভাবিকভাবেই খালেদা জিয়া মুক্তি পেলেও রাজনীতিতে তার ভূমিকা আগের মতো থাকবে না। কিন্তু তার মতো প্রবীণ নেতাকে কেন্দ্র করে মৃতপ্রায় দলটিতে যদি প্রাণ ফিরে আসে তবে দীর্ঘমেয়াদী সুফল ভোগ করবে বিএনপির পরবর্তী প্রজন্ম। পাশাপাশি সক্রিয় নেতাদের দলীয়ভাবে মূল্যায়িত করলে কমিটি বাণিজ্যে নিমজ্জিত নেতাদের কবল থেকে অচিরেই বেরিয়ে আসতে সক্ষম হবে দলের নেতাকর্মীরা।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯