ডান্ডিবার্তা রিপোর্ট আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ বিভিন্ন দাবিতে ঘোষনাকৃত ১০ দফা দাবি আদায়ে রাজপথে সক্রিয় অবস্থানে রয়েছে নারায়নগঞ্জ বিএনপি। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতা-কর্মীদের মুক্তি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ নানা ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে দলের নেতৃবৃন্দ। এদিকে কেন্দ্র ঘোষিত ১০দফা দাবিসহ সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একের পর এক কর্মসূচি দাপুটের সাথে রাজপথে পালন করে যাচ্ছেন। চলমান কর্মসূচিতে নারায়ণগঞ্জ নেতা-কর্মীদের মধ্যে নতুন করে প্রাণসঞ্চার শুরু হয়েছে। ফলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত। এটি হতে পারে আগামীতে সরকারবিরোধী আন্দোলনের রসদ। সুতরাং সরকারের পদত্যাগসহ ১০দফা দাবিতে একের পর এক দলীয় কর্মসূচিতে রাজপথে নারায়ণগঞ্জ বিএনপি। সূত্র মতে জানা যায়, গত পুরো বছর জুড়েই সরকার বিরোধী আন্দোলনে রাজপথে চাঙা ছিলো নারায়ণগঞ্জ নেতা-কর্মীরা। হামলা-নির্যাতন, মামলা- গ্রেপ্তার আতংক সব কিছু উপেক্ষা করে রাজপথে উপস্থিতি ছিলো চোথে পড়ার মতো। বিএনপি’র প্রতিটি কর্মসূচিতে রূপ নিচ্ছে জনস্রোতে। এতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের মধ্যে বাড়ছে আস্থা ও আত্মবিশ্বাস। ফলে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে প্রাণের সঞ্চার ফিরেছে এবং উজ্জীবিত নেতা-কর্মীরা। তবে শেষ পর্যন্ত এদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ধরে রাখাই নারায়ণগঞ্জ বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো এক বছর বাকি আছে। এরই মধ্যে একের পর এক বড় বড় দলীয় কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জের রাজপথে শক্তির মহড়া দেখাচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে এসকল কর্মসূচি গুলো পালন করতে গিয়ে নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সরকারদলীয়দের হামলা মামলা ও গ্রেপ্তারের স্বীকার হচ্ছে। আর সামনে আসছে সরকারবিরোধী দলীয় আরও বড় বড় কর্মসূচি। আর এ ধরনের কর্মসূচি দিলে সরকারের দমন-নিপীড়নও বাড়বে। তাই নিরপেক্ষ সরকারের দাবি, নতুন নির্বাচন কমিশন গঠন, সংসদ ভেঙে দেওয়ার দাবিতে অন্যান্য বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে থাকবে নারায়ণগঞ্জ বিএনপি। বিএনপির দলীয় সূত্রে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি গঠনের পর থেকেই নারায়ণগঞ্জের রাজপথে দাপুটের সাথে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করছে। বিএনপির কেন্দ্র ঘোষিত জনবান্ধব সমাবেশ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ, অবস্থান কর্মসূচি, মানববন্ধনসহ প্রতিটি কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন গুলো রাজপথে ঐক্যবদ্ধ হয়ে পালন করছে। আর প্রতিটি কর্মসূচিতেই দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। ফলে অতীতের চেয়ে বর্তমানে নারায়ণগঞ্জ বিএনপি অনেক শক্তিশালী। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এড. সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক ও এড. আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষনা পর থেকে পূর্বের চেয়ে বর্তমানে রাজপথে অনেক শক্তিশালী মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সাখাওয়াত-টিপুর নেতৃত্বে প্রতিটি কর্মসূচিতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে করে নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটির চেয়ে জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি অনেক শক্তিশালী। কারন সাবেক ছাত্রদলনেতা ও যুবদল নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। প্রবীন এবং অভিজ্ঞ রাজনীতিবিদ গিয়াস উদ্দিন এবং সাবেক ছাত্রদলনেতা ও যুবদল নেতাদের সমন্বয়ে জেলার দায়িত্ব আসায় বিএনপিতে আগের চাইতে অনেক শক্তিশালী। দলের প্রতিটি কর্মসূচি দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে পালন করছে। জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি গঠনের পর থেকে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। আইনজীবী নেতা সাখাওয়াত ও টিপু এবং অভিজ্ঞ গিয়াসরে হাতে মহানগর ও জেলার দায়িত্ব আসার পর থেকে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত। হামলা, মামলা, গ্রেপ্তারসহ সকল ভয়ভীতি উপেক্ষা করে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ ও ঢাকার রাজপথে মিছিল-মিটিংয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। শুধু তাই না হামলা, মামলা ও গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের আইনী সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পরিবারেরও খোঁজখবর দিচ্ছেন তারা। সংশ্লিষ্টদের মতে, একের পর এক দলীয় কর্মসূচি রাজপথে ফিরেছে নারায়ণগঞ্জ বিএনপি। এতে দলের নেতা-কর্মীরা চাঙ্গা, উজ্জীবিত। এটিকে আগামীতে সরকারবিরোধী আন্দোলনের রসদ মনে করছে দলের হাইকমান্ড। উজ্জীবিত নেতা-কর্মীদের ধরে রাখতে শান্তিপূর্ণ ভাবেই ধারাবাহিক সভা-সমাবেশ কর্মসূচি করছে। আর দলীয় লাগাতার কর্মসূচিতে হাজার হাজার লোকসমাগম হওয়ায় নারায়ণগঞ্জ বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ফুরফুরে ভাব দেখা যাচ্ছে। এবার চলমান আন্দোলনের সফলতা আসবে। আন্দোলন-সংগ্রাম সঠিক পথেই আছে নারায়ণগঞ্জ বিএনপি । নারায়ণগঞ্জের জনগণ এখন বিএনপির ডাকে স্বতঃস্ম্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। নারায়ণগঞ্জ বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, বিএনপির ঘোষিত ১০দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে নারায়ণগঞ্জের রাজপথে থাকবে বিএনপি ও অঙ্গসংগঠন গুলো। আমাদের দাবি একটাই সেটা হলো বর্তমান এই অবৈধ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে না। সুতরাং এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। তারা আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামীলীগ কোন ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করলে তাদেরকেও দাত ভাঙ্গা জবাব দেয়া হবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯