আজ শুক্রবার | ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ২৮ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৯:২৯

বন্দরে রাজউকের উচ্ছেদের এক মাসেরমধ্যে পূর্ননির্মান

ডান্ডিবার্তা | ২৬ মে, ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক নকশাবহির্ভূত ভবন উচ্ছেদের ১ মাস পার হতে না হতেই অদৃশ ক্ষমতার বলে উচ্ছেদকৃত ভবন পূর্র্ণ নির্মানে মেতে উঠার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে রুপালী আবাসিক এলাকার ভবন মালিক মানিক মিয়ার বিরুদ্ধে। সম্প্রতি সময়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নকশাবহির্ভূত ভবন নির্মান কাজ, রাস্তা দখল করে সীমানা প্রাচীর ও বারান্দা নির্মানসহ বিভিন্ন অপরাধে বাড়ির মালিক মানিক মিয়াকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়। এদিকে বাড়ি মালিক মানিক মিয়া অদৃশ্য ক্ষমতার বলে রাজাউক কর্তৃক ভেঙ্গে দেওয়া ভবন কি ভাবে পূর্ণ সংস্কার করেন তা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা ও সমালচনা। এ ব্যাপারে ভবন মালিক মানিক মিয়ার ব্যবহারকৃত মোবাইলে ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিফ না করে কেটে দেন। উল্ল্যেখ্য, গত ১ ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেসনের ২১নং ওয়ার্ডস্থল রুপালি আবাসিক এলাকায় নকশাবহিভূত ভবন নির্মানের অপরাধে উল্লেখিত এলাকার জনৈক মানিকের ১০ তলা ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ওই সময় ভবন নকশাবহির্ভূত সীমানা প্রাচীর ও বারান্দা নির্মাণ করায় বাড়ির মালিক মানিক মিয়াকে ১০ লাখ টাকা, রুকন মিয়াকে ৩ লাখ টাকা ও আব্দুল মাজিদকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে নির্মাণাধীন ভবনে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নকশাবহির্ভূত ভবন নির্মাণ করার বিষয়টি রাজউকের নজরে এলে ভবন মালিকদের নোটিশ দেয়া হয়। কিন্তু তারা এর জবাব না দিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখেন। বিধিনিষেধ অমান্য করায় ভবনগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়। রাজউকের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা