ডান্ডিবার্তা রিপোর্ট আর মাত্র কয়েকমাস বাকি দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনের। নির্বাচনকে সামনে রেখে দল গুছাতে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। স্থাণীয় ও জেলা পর্যায়ের রাজনীতিতে নেতাকর্মীদের মাঝে দূরত্ব কমিয়ে আনতে তড়িৎ গতিতে করা হচ্ছে কমিটি। কিন্তু কেন্দ্রীয় রাজনৈতিক দলগুলো জেলা পর্যায়ের দলীয় কোন্দল নিরসনে যতটুকু চেষ্টা করে যাচ্ছেন এর বিপরীত মেরুতে অবস্থান করছেন নারায়ণগঞ্জের বড় দুটি দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জেলা আওয়ামীলীগের দীর্ঘদীন ধরে চলমান দলীয় কোন্দল নিরসনের লক্ষ্যে সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষনা করেন কেন্দ্র আর জেলা বিএনপির রাজনীতি চাঙ্গা করার জন্য জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কিন্তু ফলাফল অনেকটাই শূন্যের কোঠায়! নব্য কমিটি গঠনের পর পরই জেলা আওয়ামীলীগের সভাপতি আর সাধারন সম্পাদকের পৃথকভাবে কর্মসূচী পালন করাই কোন্দলের বিষয়টি স্পষ্ট হয়ে উঠে আর। আর জেলা বিএনপির মতভেদ দলীয় কোন কর্মসূচী আলাদা আলাদা ভাবে জেলা ও মহানগর বিএনপির কর্মসূচীই কোন্দলের বিষয়টি বলার অপেক্ষা রাখে না। জানা যায়, টানা তৃতীয়বারের মত দল ক্ষমতায় থাকলেও নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাদের কোন্দলে সাংগঠনিক ভাবে গতি ফিরেনি। আর ক্ষমতার বাহিরে থাকা বিএনপি নিজেদের অবস্থান জানান দিতে একের পর এক কৌশল অবলম্বন করে যাচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নারায়ণগঞ্জ বিএনপির অস্তিত্ব সংকটে পড়লেও বর্তমানের নারায়ণগঞ্জের রাজনীতিতে টিকে থাকার লড়াই পৃথক পৃথক ভাবে আন্দোলনের মাধ্যমে অস্তিত্বের জাগান দিয়ে যাচ্ছেন বিএনপির নেতারা। এদিকে, নারায়ণগঞ্জ জেলায় আওয়ামী লীগের দ্বিধাবিভক্তি অনেক পুরনো। অন্যদিকে বিএনপিতে কোন্দল থাকলেও অস্তিত্ব ধরে রেখেছে। নেতা-কর্মীদের বিরুদ্ধে পাঁচশর বেশি মামলার খড়গ নিয়েও দলটি সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রাণভোমরা শামীম ওসমান। নেতা-কর্মীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। জেলার পাঁচটি সংসদীয় আসনেই তার যথেষ্ট প্রভাব। দলের অপর নেতা সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী নিজস্ব বলয় নিয়ে আলাদাভাবে রাজনীতি করছেন। দলের নেতৃত্বে রয়েছেন জেলা সভাপতি আবদুল হাই, সহসভাপতি সিটি মেয়র আইভী ও সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল। জেলা আওয়ামী লীগের রাজনীতিতে শামীম ও আইভী দ্বন্দ্ব থাকলেও শামীম ওসমান বলয়ের সঙ্গে রয়েছে সদর-বন্দর আসনের জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান ও সোনারগাঁ আসনের জাতীয় পার্টির অপর এমপি লিয়াকত হোসেন খোকা। অপরদিকে সিটি মেয়র আইভী বা পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে আছেন আড়াইহাজার আসন আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবু। এই দুই বলয় নিয়েই চলছে নারায়ণগঞ্জের রাজনীতি। তবে গোলাম দস্তগীর গাজীকে উভয় বলয়েই দেখা যায়। আর আড়াইহাজার আসনের সাংসদ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু অনেকটা নিশ্চুপ রয়েছেন। শামীম-আইভীর দ্বন্দ্বে হস্তক্ষেপ করছেন না নজরুল ইসলাম বাবু। এদিকে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি কাজী মনিরুজ্জামানকে সভাপতি, মামুন মাহমুদকে সেক্রেটারি করে জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়। কিন্তু কমিটির মেয়াদ থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারি কাজী মনির ও সাধারণ সম্পাদক মামুন মাহমুদের নেতৃত্বাধীন জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। তবে আওয়ামী লীগ সরকারের এই আমলে সৌভাগ্যবশত আওয়ামী লীগের অনেক নেতার চেয়ে বেশি প্রভাবশালী হয়ে উঠেছেন বিএনপির আলোচিত চার নেতা। এরা হলেন- সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, বিএনপি নেতা সদর উপজেলা চেয়ারম্যান আজাদ বিশ্বাস, যুবদল নেতা সিটি কাউন্সিলর শওকত হাশেম শকু, বিএনপি নেতা বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর মুকুল। এই চারজন দলীয় কোন কর্মসূচীতে তেমন সক্রিয় ভূমিকায় না দেখা গেলেও ক্ষমতাসীন দলের নেতাদের সাথে আতাঁত করে রাজনীতি করছেন। বিএনপির পদ পদবীতে থাকলেও ক্ষমতাসীনদের হয়ে কাজ করে থাকেন বলে অভিযোগ রয়েছে। তবে বিএনপির অনেক নেতাই নেতাকর্মীদের উজ্জীবিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। দলকে কিটিয়ে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছেন স্থানীয় বিএনপির ত্যাগী নেতারা।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯