বন্দর প্রতিনিধি বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে মো. রোমান ওরফে ক্যাপ রোমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, ৩৬ বছর বয়সী রোমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ ছৈয়ালবাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় চারজনকে আটকের কথা জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, পোড়া তেলের ব্যবসাকে নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মো. অনিক ও তার সহযোগীদের সাথে দ্বন্দ্ব ছিল রোমান বাহিনীর। এর আগেও দুই বাহিনীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার অনিকের সহযোগী চারজনকে মারধর করে তাদের মোবাইল রেখে দেয় রোমান ও তার লোকজন। এ নিয়ে গতকাল শুক্রবার অনিক ও তার লোকজন রোমান বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে সময় রোমানকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে বলেও জানান ওসি আবু বকর। তিনি আরও বলেন, নিহত রোমান ও অভিযুক্ত অনিক উভয়ের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। দু’পক্ষই স্থানীয়ভাবে আধিপত্য ধরে রাখতে চায়। এ নিয়েই তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯