আজ শুক্রবার | ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ২৮ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৯:৪০

আধিপত্য বিস্তার নিয়ে বন্দরে রোমান খুন

ডান্ডিবার্তা | ২৭ মে, ২০২৩ | ১২:২২ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে মো. রোমান ওরফে ক্যাপ রোমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, ৩৬ বছর বয়সী রোমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ ছৈয়ালবাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় চারজনকে আটকের কথা জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, পোড়া তেলের ব্যবসাকে নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মো. অনিক ও তার সহযোগীদের সাথে দ্বন্দ্ব ছিল রোমান বাহিনীর। এর আগেও দুই বাহিনীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার অনিকের সহযোগী চারজনকে মারধর করে তাদের মোবাইল রেখে দেয় রোমান ও তার লোকজন। এ নিয়ে গতকাল শুক্রবার অনিক ও তার লোকজন রোমান বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে সময় রোমানকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে বলেও জানান ওসি আবু বকর। তিনি আরও বলেন, নিহত রোমান ও অভিযুক্ত অনিক উভয়ের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। দু’পক্ষই স্থানীয়ভাবে আধিপত্য ধরে রাখতে চায়। এ নিয়েই তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা