আজ শুক্রবার | ৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ১০ জিলকদ ১৪৪৬ | দুপুর ১:৫৬
শিরোনাম:
সোনারগাঁয়ে চাঁদাবাজরা বেপরোয়া কোটি টাকার মালামাল লুট    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     পুলিশ কেন আত্মহত্যা করে?    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া    ♦     সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল    ♦     রূপগঞ্জে জমিদার সিটির সাইনবোর্ড গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত    ♦     মুসলিমনগর এলাকার জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন    ♦     বন্দর উপজেলা বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও ফাঁস    ♦     আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ: জাকির খান    ♦    

আদালতপাড়ায় বিএনপির কর্মসূচিতে আ’লীগের হামলা

ডান্ডিবার্তা | ০৬ জুন, ২০২৩ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে বাগবিতন্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে আওয়ামীপন্থি আইনজীবীদের বাধায় বিএনপির কর্মসূচি পন্ড হয়ে যায়। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বারভবন) নিচ তলায় এই ঘটনা ঘটে। আওয়ামীপন্থি আইনজীবীরা বিএনপি’র কর্মসূচির ব্যানার খুলে নিয়ে যায়। আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচিত আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক মোহসীন মিয়া ঘটনার বিষয়ে বলেন, সমিতি থেকে অনুষ্ঠানটির কোন পূর্বানুমতি না নেওয়ায় এবং জোহর নামাজের সময় উচ্চ স্বরে মাইক বাজিয়ে সভা করায় সাধারণ ও নামাজরত আইনজীবীদের অনুরোধে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মহানগর বিএনপির আহবায়ক ও বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আওয়ামীপন্থি আইনজীবীদের অভিযোগ ডাহা মিথ্যা। কারণ তারা সভা শুরুই করেছেন দুপুর পৌনে ২টায়। তখন জোহরের নামাজ শেষ। তাছাড়া বার ভবনে আইনজীবীরা সভা করবে এটাই স্বাভাবিক। তারা তাদের ফ্যাসিষ্ট আচরণের বহির্প্রকাশ ঘটিয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করে বলেন, আওয়ামীপন্থি আইনজীবী অ্যাডভোকেট সুইটি ইয়াছমিন সভা পন্ড করতে এসে আমাদের অকথ্য ভাষা প্রয়োগ করেছেন যা প্রকাশের অযোগ্য। একজন নারী আইনজীবীদের কাছে আমরা এমন আচরণ প্রত্যাশা করি না। সাধারণ আইনজীবীদের সঙ্গে কথা বলে জানাগেছে, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিচ তলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যথারীতি তাদের এই কর্মসূচি শুরু হয় এবং প্রায় ঘণ্টাখানেক সময় ধরে তাদের এই কর্মসূচি চলে। আর এই কর্মসূচি চলার এক পর্যায়ে আওয়ামী লীগপন্থী আইনজীবীর নামাজের কথা বলে মাইক বন্ধ করে দেন। পরে বিএনপি পন্থী আইনজীবীরা এগিয়ে এসে মাইক চালু করতে বললে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পক্ষের আইনজীবীরা অন্য পক্ষের আইনজীবীদের উপর তেড়ে যান। সেই সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে বাগবিতন্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। জেলা জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের আইনজীবীরা বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে। তারা তাদের ক্ষমতা প্রদর্শন করেছে। আওয়ামী লীগপন্থী আইনজীবী ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহসিন মিয়া বলেন, তারা নামাজের সময় মাইক বাজিয়ে প্রোগ্রাম করেছিলো। আমাদের সাধারণ আইনজীবী প্রথমে তাদেরকে ভালোভাবে বললেও তারা মাইক বাজানো বন্ধ করছিলো না। পরে সাধারণ আইনজীবীদের পক্ষে আমরা এসে মাইক বন্ধ করেছি। তাদের কর্মসূচি বন্ধ করে দেয়া হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেন, বিএনপির আইনজীবীরা সমিতির অনুমতি ছাড়াই কর্মসূচি পালন করেছিলো। তাই সাধারণ আইনজীবীদের সুবিধার্থে তাদেরকে কর্মসূচি বন্ধ করার জন্য বলা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা