ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা থানা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. আব্দুল বারি ভূইয়া বলেন, এই ফতুল্লা থেকেই স্বৈরাচারী সরকার পতনের ঘন্টা বাজবে, আজ থেকে এই শপথ করতে চাই। আমাদের আর পিছনে ফেরার জায়গা নাই এই সরকার’কে আর সময় দেওয়া যাবে না। গতকাল মঙ্গলবার সকালে ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়নে অবস্থিত মীর কুঞ্জ পার্টি সেন্টারে ফতুল্লা থানা বিএনপির সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এ-সব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমি আরেকটা কথা বলতে চাই আগামী দিনে এই ফতুল্লায় আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে ও টিটু’কে যদি দায়িত্ব দেন তাহলে আপনাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজ পথে আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটাবো। আর আমি যেহেতু আইনজীবী তাই ওয়াদা করছি কোনো রাজনৈতিক মামলায় কোনো রাজনৈতিক কর্মীর টাকা দিতে হবে না, আমি ফ্রীতে মামলা করে দিবো। সম্মেলনে ফতুল্লা থানা বিএনপির নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম টিটু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু,বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি নেতা অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, হাজী শহীদুল্লাহ্, মো. সুলতানা মোল্লা, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি মো. বাবুল আহমেদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আরিফ মন্ডল ও এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. আলমগীর হোসেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯