আজ শুক্রবার | ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ২৮ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৮:৩১

দেশকে উন্নত করতে হলে শিক্ষা ব্যবস্থার উন্নত করতে হবে: এমপি খোকা

ডান্ডিবার্তা | ১৪ জুন, ২০২৩ | ১১:৫৭ পূর্বাহ্ণ

সোনারগাঁ প্রতিনিধি সোনারগাঁ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা বলেন দেশকে উন্নত করতে হলে সবার আগে শিক্ষা ব্যবস্থার উন্নত করতে হবে। সে লক্ষ্যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার অবকাঠামো উন্নয়নসহ ঢেলে সাজিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সারে ৪ টায় চৌধুরীরগাঁও উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি। চৌধুরীরগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনারগাঁ উপজেলায় ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সবকয়টি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। আরো কয়েকটি রাস্তার টেন্ডার চলমান এবং বাকি রাস্তার অনুমোদন প্রক্রিয়াধীন। উপজেলায় প্রায় ২০০টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, মডেল মসজিদ, গুরুত্বপূর্ণ ব্রীজ ও কালবার্টের কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে এলাকার উন্নয়নের জন্য আমি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। এর কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি এবং আমি জনগণের কাছে দায়বদ্ধ। বিরোধীরা দেশ এবং বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস এবং বীর নিবাসসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছেন। অনুষ্ঠানে চৌধুরীরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মো: রেজওয়ান-উল-ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁ থানার ওসি অপারেশন মাহফুজুর রহমান, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ, জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামরুজ্জামান। এছারাও আরোও উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা জায়েদা আক্তার, চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আবু আহাম্মদ ছিদ্দিক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকার সাবেক কর্মকর্তা, আব্দুল কাদির খান, মোঃ রফিকুল ইসলাম খান, গাজী আব্দুস সালেক, হাজী হাকিম আলী, ফজলুল হক, মোঃ রবিউল আউয়াল, সাইফুল ইসলাম শরিফ, অহিদুজ্জামান, মো: রেজাউল করিম ভূইয়া, বশির আহাম্মদ, সাবেদ আলী মেম্বার, মোঃ রিপন মেম্বার, মোঃ ইকবাল হোসেন মেম্বার, আমিরুল ইসলাম শফিক, ফরহাদ মোল্লা প্রমূখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা