আজ বৃহস্পতিবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১ | ২৭ শাবান ১৪৪৬ | সকাল ৭:০৪
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে    ♦     পরিবারসহ শামীম ওসমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা    ♦     নারায়ণগঞ্জ ছাত্রদলে বিরোধী নেই    ♦     নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে শহীদ দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন    ♦     চুরি-ছিনতাই দমনে নাগরিক প্রতিরোধ কমিটি গড়ে তুলুন    ♦     শেখ হাসিনার নির্দেশে পিলখানা হত্যাকান্ড ঘটেছে: মামুন মাহমুদ    ♦     বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল বিএনপির দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত ধাপ    ♦     শেখ হাসিনার দোসররা এখনো সক্রিয়    ♦     জেলা বিএনপির সমাবেশে বজলুর রহমানের নেতৃত্বে মিছিল নিয়ে অংশগ্রহণ    ♦     সেনা প্রধানের সর্তকবার্তা    ♦    

হাইব্রিডদের দাপটে ত্যাগীরা কোনঠাসা!

ডান্ডিবার্তা | ১৬ জুন, ২০২৩ | ১০:৩৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে বিভিন্ন সভামঞ্চে ব্যাপক বক্তব্য দিয়ে থাকেন দলের নেতা-কর্মীরা। দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের ব্যাপক অবদান বলেও তারা উল্লেখ করে থাকেন। কিন্তু কিছু শীর্ষস্থানীয় নেতাদের কর্মকান্ডে এ দলটির রাজনীতি আজ কলুষিত হয়ে উঠেছে বলে দাবী তৃণমূল নেতা-কর্মীদের। জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আব্দুল হাই ও সাধারণ সম্পাদক হিসেবে আবু হাসনাত মোঃ শহীদ বাদলকে দায়িত্ব দিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু দ্রুত ইউনিট কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ থাকলেও তা আজও সম্ভব হয়ে উঠেনে নেতাদের মধ্যে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই নেতা দুই দিকে অবস্থান নেয়া ও একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়েও সংবাদের শিরোনাম হয়েছেন কয়েকবার। জেলা আওয়ামী লীগের ডাকা বিভিন্ন কর্মসূচিতে দলের পদে থাকা নেতাদের উপস্থিত না হওয়া এবং হাইব্রীড ও অনুপ্রবেশকারীরা জেলা আওয়ামী লীগের মত গুরুত্বপূর্ণ জায়গায় পদ পেয়ে যাওয়ায় অনেক ত্যাগী ও দুঃসময়ের নেতা-কর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। গত বছরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশেষ করে সোনারগাঁয়ের বেশ কয়েকটি ইউনিয়নে বিতর্কিত ও জনপ্রিয়তা নেই এমন চেয়ারম্যান প্রার্থীর নাম উপরের সারিতে দিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছে এবং কন্ট্রাক্ট নিয়ে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন এনে দেয়ার অভিযোগ উঠেছে। এতে জনপ্রিয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হয়েছেন এবং অযোগ্য ও কর্মীহীন কথিত অনুপ্রবেশকারী ও হাইব্রীডরা এবং কালো টাকার মালিকরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এতে করে জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। দীর্ঘ আড়াই বছর পর অতি সম্প্রতি বন্দর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। যেখানে জেলার শীর্ষ এই দুই নেতার সুপারিশক্রমে তাদের বলয়ের প্রায় ২০ জনকে এ কমিটিতে পদ দেয়া হয়েছে। যেখানে হাইব্রীড, অনুপ্রবেশকারী ও কোনদিন রাজনীতি করেনি এমন বেশ কয়েকজন পদ পাওয়ায় অনেক ত্যাগী ও দুঃসময়ের নেতা-কর্মীরা মনক্ষুন্ন হয়েছেন এবং রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। কিন্ত্র দ্রুত সময়ের মধ্যে বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করার কথা থাকলেও উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে নানান বিতর্কের কারণে এই সম্মেলন আজো সম্ভব হয়নি। এই সম্মেলন কবে নাগাদ আলোর মুখ দেখবে পরিস্কারভাবে দলের কেউ জানাতে পারেনি। সোনারগাঁ আওয়ামীলীগের এক নেত্রী জানান, তাকে জেলা কমিটিতে পদ দেয়ার জন্য তার কাছ থেকে মোটা অংকের টাকা নেয়া হয়। তিনি রমজান মাসে রোজা রেখে সন্তানদের ঈদের জামা কাপড় না দিয়ে সেই টাকা পদ পাওয়ার আশায় শীর্ষ নেতার বাসায় গিয়ে দিয়েছেন। পরে তাকে পদ বা জেলা আওয়ামীলীগে স্থান না দেয়ায় তিনি টাকা ফেরত চাইলে এখন তার মোবাইল ফোরনটিও রিসিভ করেন না। এ ভাবে আওয়ামীলীগের কতিপয় নেতার পদ বানিজ্যের ফলে দলের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়েছে। অনেক আওয়ামীলীগার এখন দল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। আওয়ামীলীগের একাধিক নেতা বলেন, চাষাড়া শহীদ মিনারের পশের একটি বাসায় থাকেন জেলা আওয়ামীলীগের এক শীর্ষ নেতা। তার বাড়িতে সব সময় দলীয় নেতাদের উপঢৌকন যাচ্ছে। এভাবেও তাদের বানিজ্যের কারণে আওয়ামীলীগের রাজনীতি থেকে অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই দলকে লোকহীন নেতাদের দিয়ে কামটি করে দলকে সুসজ্জিত করার আহবান জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে। এছাড়া জেলা আওয়ামীলীগের আওতায় সোনারগাঁ আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে এক মহিলা ত্যাগী নেত্রী স্থান না পাওয়ায় তিনি ক্ষোভে সিনিয়র নেতাদের অভিশাপ দিয়েছেন। বর্তমানে দলের অভ্যন্তরে হাইব্রিড ঢুকে দলকে কলোশিত করা হচ্ছে। এমন অভিযোগ তৃনমূল নেতাকর্মীদের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা