আজ বৃহস্পতিবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১ | ২৭ শাবান ১৪৪৬ | সকাল ৭:৩৭
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে    ♦     পরিবারসহ শামীম ওসমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা    ♦     নারায়ণগঞ্জ ছাত্রদলে বিরোধী নেই    ♦     নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে শহীদ দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন    ♦     চুরি-ছিনতাই দমনে নাগরিক প্রতিরোধ কমিটি গড়ে তুলুন    ♦     শেখ হাসিনার নির্দেশে পিলখানা হত্যাকান্ড ঘটেছে: মামুন মাহমুদ    ♦     বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল বিএনপির দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত ধাপ    ♦     শেখ হাসিনার দোসররা এখনো সক্রিয়    ♦     জেলা বিএনপির সমাবেশে বজলুর রহমানের নেতৃত্বে মিছিল নিয়ে অংশগ্রহণ    ♦     সেনা প্রধানের সর্তকবার্তা    ♦    

গতিহীন না’গঞ্জ আ’লীগ!

ডান্ডিবার্তা | ১৮ জুন, ২০২৩ | ৮:২১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট টানা তৃতীয় বারের মত আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের দ্বন্দ্বে সাংগঠনিক ভাবে তেমন গতি ফিরেনি। স্থানীয় আওয়ামীলীগের শীর্ষ দুই নেতা সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত আইভীর মধ্যে ঐক্যের সুর উঠলেও তাও এখন অনিশ্চিতের দিকে। অথচ তাদের ঐক্যের খবর দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও খুশি হয়েছিল। কিন্তু বিশেষ মহলের ইন্দনে তা সম্ভব হয়নি। মূলত তাদের দুই জনের দ্বন্দ্বের কারণে সাংগঠনিক ভাবে গতি ফিরছে না নারায়ণগঞ্জ আওয়ামীলীগে। তাই দ্বন্দ্ব ভুলে দল গুছাতে শামীম-আইভীর ঐক্য জরুরী। কেননা তাদের অনৈক্যে আওয়ামীলীগ বিরোধীরা নিজেদের অবস্থান শক্ত করছে। এছাড়াও জেলা আওয়ামীলীগের সম্মেলন হলেও মহানগর আওয়ামীলীগের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোর কমিটির মেয়াদ উর্ত্তীণ হয়েছে। কমিটি না থাকায় দলের সাংগঠনিক অবস্থা অগুছালো। যে কারণে রাজনীতিতে একেবারেই নিস্ক্রীয় আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠনগুলো। যার ফলে কর্মসূচীগুলোতেও নিশ্চুপ নেতারা। জানা গেছে, জেলা যুবলীগের কমিটি থাকলেও নেই নেতৃত্ব। সভাপতি আব্দুল কাদির রাজপথে একেবারেই নেই বললেই চলে। কেননা যুবক থেকে তিনি এখন বৃদ্ধ হয়েছেন। তবুও জেলা যুবলীগের পদ আকঁড়ে আছেন। আর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল এখন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাই তিনি যুবলীগের জারনীতি থেকে দূরে সরে গেছেন। তবে এখনো জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন। এছাড়াও জেলা যুবলীগের শীর্ষ নেতা শাহ্ নিজাম, জাকিরুল আলম হেলালসহ অনেকেই এখন মহানগর আওয়ামীলীগের গুরুত্বপূণ পদে রয়েছেন। কিন্তু এরা সকলেই যুবলীগের পদে এখনো বহাল রয়েছেন। যার ফলে জেলা যুবলীগের কমিটি থাকলেও নেই নেতৃত্ব। তাই যুবলীগের বর্তমান সক্রিয় নেতারা নিজেদের রাজনৈতিক পরিচয় দিতে পারছেন না। অপরদিকে, নারায়ণগঞ্জ পৌরসভা থাকা কালীন সময়ে শহর যুবলীগের কমিটি। তবে পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হলেও শহর যুবলীগ এখনো মহানগর যুবলীগ হতে পারেনি। আওয়ামীলীগের ভ্রাতৃপ্রীতম সংগঠন ছাত্রলীগেরও এখন করুণদশা হয়ে পড়েছে নারায়ণগঞ্জে। জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দরা বিগত দিনে সুনামের সাথে রাজনীতিতে সক্রিয় থাকলেও তাদের অনেতেই এখন বিয়ে করে ফেলেছে। এছাড়াও ছাত্র জীবনও শেষ অনেকের। তারপরও তারা ছাত্রলীগের পদে বহাল রয়েছেন অনেকে। এছাড়াও যুব মহিলা লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগের কমিটিরও বেহাল অবস্থা। আর এই বেহাল অবস্থার নেপথ্যে শামীম ওসমান ও মেয়র আইভীকে দায়ী করছেন দলের ত্যাগী নেতাকর্মীরা। কেননা তাদের দ্বন্দ্বে প্রতিটি কমিটি গঠনে বাধা হয়ে আছে। তাই দলের স্বার্থে তাদের ঐক্য জরুরী। যদিও নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে সাংগঠনিক ভাবে দূর্বল করতে শামীম-আইভীর দ্বন্দ্ব চাঙ্গা রাখতে দীর্ঘদিন ধরে কাজ করছে একটি মহল। সেই মহলের ইন্দনেই সম্প্রতি তাদের মধ্যে ঐক্যের সুরে বাধা সৃষ্টি করতে মিশনে নেমেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা