ডান্ডিবার্তা রিপোর্ট দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষনা দিলেও নিরবে দল গুছানোর কাজ করে যাচ্ছেন তারা। নারায়ণগঞ্জ বিএনপি তাদের প্রতিটি ইউনিট কমিটি সাজিয়ে ফেলেছে। সাংগঠনিক শক্তি বাড়িয়ে নিজেদের নির্বাচনী প্রস্তুতি সেরে ফেলছে প্রায় ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা এই দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। খোঁজ নিয়ে জানা গেছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এক দফা আন্দোলনের দিকে যাচ্ছে বিএনপি। সরকার পতনের সে চুড়ান্ত আন্দোলনে অংশ নিতে সারা দেশে বিএনপির সকল সংগঠনগুলোকে নতুন কমিটি করে সাংগঠনিকভাবে শক্তিশালী করার কাজ করছে বিএনপি। সেই কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিও তাদের প্রতিটি ইউনিট কমিটি সাজিয়ে ফেলেছে। শীর্ষ নেতৃত্বের ডাকে চুড়ান্ত লড়াইয়ে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত এখন নারায়ণগঞ্জ বিএনপির প্রতিটি নেতাকর্মী। নারায়ণগঞ্জ জেলা বিএনপি তাদের প্রতিটি ইউনিট কমিটি সাজিয়ে নিজেদের সম্মেলন শেষ করে ফেলেছে। সম্মেলনে সাবেক এমপি মো: গিয়াসউদ্দিন সভাপতি ও জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে প্রতিটি থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে সম্মেলন করে কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপিও তাদের আওতাধীন প্রতিটি থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলন সফলভাবে শেষ করে ফেলেছে। সংগঠনের আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রত্যন্ত এলাকা ঘুরে ঘুরে রাজপথের ত্যাগী নেতাকর্মীদের বাছাই করে সকলের কাছে গ্রহনযোগ্য কমিটি উপহার দিতে দিনরাত কাজ করেছেন। এখন তারা মহানগরের সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯