ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিতর্ক থামছেনা। একের পর এক আওয়ামীলীগ নেতারা উপজেলা আওয়ামীলীগের এই প্রস্তাবিত কমিটি নিয়ে আপত্তি তুলছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান প্রস্তাবিত কমিটির সদস্য মাহফুজুর রহমান কালাম। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ আসনে নিজে প্রার্থীতা করার ইচ্ছা জানিয়ে গত শুক্রবার বিকেলে সোনারগাঁ পৌরসভার নিজ বাড়ি চামেলী ভিলাতে ঈদুল আযহা পরবর্তী পূনর্মিলনী ও মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি সোনারগাঁ উপজেলা প্রস্তাবিত কমিটিতে হত্যা, ডাকাতি ও মাদক মামলার আসামিকে পদ দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন। সাংবাদিকদের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা সংক্রান্ত প্রশ্নের জবাবে কালাম বলেন, ‘আমার রাজনৈতিক ক্যারিয়ারে কখনো আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির পরিচিতি সভা হতে দেখিনি। এটা সাংগঠনিক দুর্বলতার বহিঃপ্রকাশ। এই প্রস্তাবিত কমিটিতে মাদকসেবী, মাদক বিক্রেতা, হত্যা মামলার আসামী জায়গা পেয়েছেন।’ তিনি আরো বলেন, ‘যারা জীবনে ছাত্রলীগ, যুবলীগ করে নাই তাদেরকে কমিটিতে রাখা হয়ে। নতুন প্রস্তাবিত কমিটির অনেক সদস্যই বিতর্কিত। পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষুব্ধ, সংগঠনের নেতাকর্মীরা মনোক্ষুন্ন ও হতাশ হয়েছেন। এ ধরনের বিতর্কিত কেউ কোনোভাবেই সংগঠনের দায়িত্বশীল পদ-পদবিতে আসতে পারে না। তবে মাহফুজুর রহমান কালামের বক্তব্য নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, আমরা যাচাই-বাছাই করে সদস্য দিয়েছি। কোনো মাদকসেবী, মাদক বিক্রেতাকে দেওয়া হয়নি। কালামের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কালামের অভিযোগের বিষয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার বলেন, ‘আমরা ইউনিয়নগুলোর সম্মেলনকরে প্রস্তাবিক কমিটি করেছি। সেখানে তিনিও উপস্থিত ছিলেন। তাহলে সম্মেলনে উপস্থিত থেকে বাসায় সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করার কারণ কি। প্রস্তাবিত কমিটিতে যাদের নাম এসেছে তাদের উনিও চেনেন। তাহলে উনি বলুক কে কে মাদকব্যবসায়ী, কারা মাঠের রাজনীতিতে ছিল না। এসব মিথ্যাচার তিনি অকারণে করছেন। আর আমরা সাংবাদিকদের নানা নিউজের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে প্রস্তাবিত কমিটিতে কারা আছেন সেই নামগুলো দিয়েছি। গঠনতন্ত্রেও কোথায় আছে যে প্রস্তাবিত কমিটির ব্যক্তিদের পরিচয় করে দেওয়া যাবে না। এসব ভিত্তিহীন কথা উনি কেন বলছেন তার উত্তর উনিই ভালো দিতে পারবেন। কারা মাদকসেবী, মাদকবিক্রেতা, হত্যা মামলার আসামি তিনি সেই নামগুলো পরিষ্কার করেন।’ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ইসহাক মিয়া বলেন, এই প্রস্তাবিত কমিটিতে জীবনে জয় বাংলা বলেনি এমন লোকও আছেন। তবে কারা মাদকসেবী, মাদকবিক্রেতা এবং হত্যা মামলার আসামি তাদের ব্যাপারে খোঁজ নিয়ে বলতে পারবো। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম মুকুল বলেন, কালাম ভাই বিজ্ঞ রাজনীতিক। তিনি জেনে শুনেই হয়তো বলেছেন। কমিটিতে যারা মাঠের রাজনীতি করেন তাদের আমি চিনি, বাকিদের সম্পর্কে সেভাবে বলতে পারবোনা। কালাম ভাই উনার আঙ্গিকে যেটা ভালো মনে করেছেন সেটিই বলেছেন। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি বলেন, কারা রাজাকার আছে সেটা আমরা বলতে পারবো না। খুনের মামলার আসামি, মাদকসেবী, মাদকবিক্রেতা কমিটিতে স্থান পেয়েছে কিনা এটা যারা কমিটি করেছে তারাই ভালো বলতে পারবে। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটি প্রসঙ্গে জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটিতে যদি কারো নামে বিতর্ক উঠে এবং তা প্রমাণ হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এবং যাচাই বাছাইয়ের করে কমিটি দেয়া হবে। কমিটির বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও জানানো হবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯