আজ বৃহস্পতিবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১ | ২৭ শাবান ১৪৪৬ | দুপুর ১:২২

রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় না’গঞ্জবাসী!

ডান্ডিবার্তা | ০৮ জুলাই, ২০২৩ | ১০:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আর মাত্র কয়েকমাস বাকি রয়েছে দ্বাদশ সাংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে তৎপর হয়ে উঠেছে ক্ষমতাসীনদল আওয়ামীলীগ। দেশব্যাপি দলগুছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন দলটি। সে মোতাবেক নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনও সম্পূর্ন হয়েছে। বৈরী আবহাওয়ার কারনে সম্মেলন বঞ্চিত মহানগর আওয়ামীলীগ। তবে, নির্বাচনের আগেই সম্মেলনের মাধ্যমে মহানগর আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হবে। অপরদিকে, দলগুছাতে তৎপরতার পাশাপাশি দ্বাদশ সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠে রয়েছে নারায়ণগঞ্জ বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কর্মসূচী পালন করে আসছে মূলদলসহ অঙ্গসংহঠনের নেতৃবৃন্দ। দলীয় চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার মুক্তিসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে কেন্দ্রীয় বিএনপি। কেন্দ্রের দিক নির্দেশনা মোতাবেক স্থানীয় পর্যায়ের রাজনীতিওে এর প্রভাব ছড়িয়ে পড়ছে। মাঠের প্রধান বিরোধীদল বিএনপির দাবি মেনে নেয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দিয়ে আসছে দলটির নীতি নির্ধারক ফোরামের নেতৃবৃন্দে। এদিকে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে নারায়ণগঞ্জ বাসীর মধ্যে সেই অজানা আতংক দেখা দিয়েছে। অতীতের সেই দুর্বিসহ স্মৃতি তাদের আকড়ে ধরছে। সেই আতংকের স্মৃতি নারায়নগঞ্জবাসী এখনো ভুলতে পারেনি। এখনো তাড়া করে বেড়ায় সেই ৫ জানুয়ারির আতংক। ২০১৫ সালের প্রথম ৩ মাস নারায়নগঞ্জে ছিল ভীতিকর পরিস্থিতি। ২০দলীয় জোটের ডাকা হরতাল, অবরোধ, আগুন, ককটেল কিংবা পেট্রোল বোমা বিস্ফোরণ। গণতন্ত্র রক্ষাকারী, গণতন্ত্র হত্যাকারী স্লোগানের মাঝে সর্বোক্ষন এক রাক্ষসী আতংকে ভীতিকর অবস্থায় দৃশ্য ভেসে উঠে ৫’ জানুয়ারীর শব্দে। ২০১৪ ও ২০১৫ পরপর দুই বছর ৫ জানুয়ারিকে নিয়ে এমনি নানা পরিস্থিতীর সম্মুখিন হয়েছিল সারাদেশ ন্যয় নারায়নগঞ্জের মানুষ। ২০১৪ সালের ৫ জানুয়ারি দেশের দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে ভোটের দিন পর্যন্ত সারাদেশে ব্যপক সহিংসতার সৃষ্টি হয়। নারায়ণগঞ্জ তুলনামূলক ভাবে শান্ত থাকলেও পরের বছর ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপি ঢাকায় সমাবেশ করাতে চাইলে সমাবেশ করতে বাধা দেয়ায় আবরোধের ডাক দেয়। অবরোধ চলাকালীন সারাদেশের মত নারায়ণগঞ্জেও পেট্রোল বোমা এবং অগ্নিদগ্ধে মানুষ তাদের প্রান হারায়। সে সময় জেলায় কোটি কোটি টাকার ক্ষয় ক্ষতি সহ ক্ষতিগ্রস্থ হয় সাধারণ মানুষ, গার্মেন্টস মালিক, স্বল্প আয়ের মানুষসহ জেলার সকল শ্রেণী পেশার মানুষ। যার পোড়া গন্ধ এখনো জেলার বাতাসে মিশে আছে, মিশে আছে শত শত মানুষের কান্নার আহাজারী। সেই দিনের স্মৃতি নারায়ণগঞ্জবাসীর মন থেকে আজও মুছে যায়নি। সেদিন শিবির ক্যাডাররা বিভিন্ন পরিচয়ে নাশকতা মূলক কর্মকান্ড চালালেও তাদের বর্তমান অবস্থা সম্পর্কে নারায়নগঞ্জবাসী কিছুই জানেনা। রাজনৈতিক এই প্রধান ক্ষমতাসীন দুই দলের ক্ষমতায় নিজেদের অবস্থান অটুট রাখা অপরপ্রান্তে সরকারি দলকে প্রতিহত করা নিয়ে পরপর দুই বছর ৫ জানুয়ারিকে ঘিরে দেশে উত্তেজনা বিরাজ করছিল। আবারো সেই ধরনের কোন ঘটনা ঘটবে কিনা এ নিয়ে আতংকে রয়েছে নারায়ণগঞ্জবাসী। কারণ জামাত-শিবিরের নিরবতা খুব একটা ভালো লক্ষণ নয় বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সুতরাং এই সব কর্মকান্ড যাতে না ঘটতে পারে এজন্য এখনি নজরদারী বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এদিকে ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দের সাথে বিগত মেয়ের নির্বাচনকেন্দ্রীত সহিংসতার বিয়ে জানতে চাওয়া হলে তারা জানান, অতীতের ন্যায় জামাত-শিবির-বিএনপি ক্যাডাররা আন্দোলনের নামে ধ্বংসাত্বক মূলক যে কোন পরিকল্পনা থেকে বিরত থাকবেন এমনটাই প্রত্যাশা করি। জামাত-শিবির-বিএনপি ক্যাডাররা যদি নারায়ণগঞ্জবাসীকে আন্দোলনের নামে কোন প্রকার আতংক সৃষ্টির মাধ্যমে তাদের দাবি আদায়ের চেষ্টা করে তাহলে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের দল আওয়ামীলীগ নেতৃবৃন্দ আর ঘরে বসে তাদের ধৈর্য্যরে পরীক্ষা দিবেন না। জামাত-শিবির-বিএনপির ধ্বংসাত্বক মূলক কর্মকান্ড প্রতিহত করাসহ তাদের দাতভাঙ্গা জবাব দেওয়ার জন্য রাজপথে অবস্থান নিবেন বলেও নিশ্টিচত করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা