আজ বৃহস্পতিবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১ | ২৭ শাবান ১৪৪৬ | বিকাল ৪:৩১

বিপরিতমুখী না’গঞ্জ আ’লীগ-বিএনপি!

ডান্ডিবার্তা | ১৩ জুলাই, ২০২৩ | ৯:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। নির্দলীয় সরকারের দাবি আদায়ে সরকার পতনে আন্দোলন করছে দলটি। আর এই সরকারের অধীনেই নির্বাচন আয়োজনে অনঢ় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একদিকে সরকার বিরোধী আন্দোলনে মাঠে থাকবে নারায়নগঞ্জ বিএনপি অপরদিকে আন্দোলনের নামে অরাজকতা প্রতিরোধে মাঠে থাকবে জেলার ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দ। সার্বিক দিক বিবেচনায় দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে নারায়ণগঞ্জের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ। জেলা বিএনপির অভিযোগ, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার বিরোধী দলকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে আক্রমণ শুরু করেছে। আর তারই ফলাফল হিসেবে জেলায় সহিংসতা শুরু হয়েছে এবং দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তবে বিএনপির এমন অভিযোগ প্রত্যাখ্যান করছে জেলা আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নেতারা বলছেন, বিএনপির কোনো কর্মসূচিতে তারা বাধা দিচ্ছে না। বরং বিএনপি লাশ ফেলে রাজনীতি জমাতে চাইছে বলে অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জের রাজনীতিতে এমন সংঘাতময় পরিস্থিতি শুরু হয় বিএনপির কর্মসূচির মধ্য দিয়ে। ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শাওন নামে একজন যুবদল কর্মী নিহত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এখনো প্রায় ১৫ মাস বাকি। তবে এই নির্বাচন ঘিরে এমন বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি অবস্থান রাজনীতিকে সহিংসতাপূর্ণ করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, প্রাণহানির মতো ঘটনা ঘটলেও কোনো দল নমনীয় না হওয়ায় রাজনৈতিক পরিবেশের অবস্থা আরও অবনতি হতে পারে। এই অবস্থা থেকে দ্রুত পরিত্রাণের আওয়ামীলীগ ও বিএনপির নেতৃবৃন্দকে নমনীয় হতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মত, শিল্পাঞ্চলখ্যাত এ জেলায় রাজনৈতিক দলের নেতাকর্মী মুখোমুখি অবস্থানে রাজনৈতিক পরিবেশ থেকে শুরু করে অর্থনৈতিক পরিবেশেরও অবনতি হবে। এতে করে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হবে। ফলে জনগণ আরও অসহায় হয়ে পড়বে। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের বোঝাপড়াসহ সংলাপের কোনো বিকল্প নেই। কিন্তু নারায়ণগঞ্জে রাজনৈতিক দলের নেতাকর্মীদের বক্তব্য তেমন কোনো আভাস ইঙ্গিত নেই। জেলা আওয়ামীগের সভাপতি আঃ হাই বলেন, সভা সমাবেশে বাঁধা দেওয়ার অভিযোগ করছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির কোনো কর্মসূচিতে বাঁধা দিচ্ছে না। বিএনপির আন্দোলনের নামে বিশৃঙ্খলা করে দেশের শান্তি বিনষ্ট করছে তাই জনগণের নিরাপত্তা দিতেই তাদের প্রতিরোধ করা হবে। আজকে বিএনপির ধ্বংসাত্বকমূলক কর্মসূচীতে বাধা দেয়া হয়নি বলে দলীয় কার্য্যালয়ে হামলা করার দুঃসাহস পেয়েছে। নির্বাচনের আগ মুহুর্তে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ররাজপথে থাকবে বলে ঘোষনা দিয়েছেন তিনি। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী বলেন, আওয়ামী লীগ বিএনপির আন্দোলন সংগ্রামে কোনো বাধা দিচ্ছে না। যখন আন্দোলনের নামে বিশৃঙ্খলা করবে সে মুহুর্তে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ তখন মাঠে থাকে। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দীন বলেন, বিএনপি কোনো সন্ত্রাসী কর্মকা- করে না। সরকার পতনে আমাদের আন্দোলন চলবেই। আওয়ামী লীগ আমাদের বাধা দিয়ে দমাতে পারবে না। জাতীয় নির্বাচনের এখনো অনেক সময় বাকি। আমরা নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছি। এর এতেই ভীত হয়ে নারায়ণগঞ্জে ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দ ভয় পেয়ে দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন তিনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা