আজ বৃহস্পতিবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১ | ২৭ শাবান ১৪৪৬ | সন্ধ্যা ৭:৪৪

এক দফা দাবিতে উত্তাল না’গঞ্জ!

ডান্ডিবার্তা | ১৯ জুলাই, ২০২৩ | ১০:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সরকার পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রাজনীতি। কেন্দ্রীয় নির্দেশনা পালনে নারায়ণগঞ্জ বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এক দফা দাবির আন্দোলনে সরকারের বিরুদ্ধে রাজপথে অবস্থানের মাধ্যমে তাদের শক্তির জাগান দিয়ে আসছেন। এদিকে গতকাল মঙ্গলবার বিকালে সরকার পতনের এক দফা দাবিতে রাজপথে অবস্থান নেন নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ। সরকার পদত্যাগের এক দফা দাবীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায় হাজারো জনতা অংশ নেয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড় থেকে সাইনবোর্ড মোড় এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত আলাদা দুটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। কাঁচপুর থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন। এই পদযাত্রায় আরো অংশ নেন আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়া প্রমূখ। অপরদিকে জালকুড়ি থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্না মোল্লা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ফতুল্লা থানা যুবদলের সাবেক সভাপতি একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন বারী, সিদ্ধিরগঞ্জ ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল উদ্দিন ভূঁইয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি টিএইচ তোফা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন প্রমূখসহ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীরা। ব্যাণার, ফেস্টুন, প্লেকার্ড, জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত এই পদযাত্রায় সাধারন মানুষের ব্যাপক অংশগ্রহন দেখাগেছ। শেখ হাসিনার পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের দাবীসহ নানা শ্লোগানে রাজপথ এসময়ে মুখরিত হয়ে উঠে। বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই কর্মসূচী চলে। এসময়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দীন বলেন, কেন্দীয় নির্দেশনা মোতাবেক ঢাকার পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছেন। অতীতেও আমরা কেন্দ্রীয় নির্দেশনা পালনে আমরা ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে আসছি। কেন্দ্র থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে আসব। যত বাধাই আসুক না কেন স্বেরাচারী এ সরকারের পতন ব্যতিত আমরা ঘরে ফিরে যাবেন না বলেও তিনি জানান। প্রসঙ্গত, গত ১২ জুলাই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি। এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে নেতা কর্মীরা। এছাড়া নেতাকর্মীরা মাথায় বিভিন্ন রঙের টুপি পরে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে অংশ নিচ্ছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের ব্যানারে লেখা হয়েছে ‘গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের এক দফা যৌথ ঘোষণা’।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা