ডান্ডিবার্তা রিপোর্ট সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে আগামীকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে সফল করতে চ্যালেঞ্জের মুখে নারায়ণগঞ্জ বিএনপি। জানাগেছে, নারায়ণগঞ্জের পাশাপাশি ঢাকার রাজপথে দাপুটের সাথে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে একের পর এক দলীয় কর্মসূচি পালন করে নিজেদের শক্তির পরীক্ষা দেখিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি। তবে এবার সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল শুক্রবার মহাসমাবেশকে সফল করতে চ্যালেঞ্জে মুখে পড়তে হবে পারে নারায়ণগঞ্জ বিএনপি’র নেতাকর্মীদেরকে। কারন একইদিনে ঢাকার বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে আওয়ামীলীগের পক্ষ থেকে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশের আয়োজন করেছে। ফলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই শান্তি সমাবেশে যোগদান করবে। আর একই সময়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে যোগদান করবে। ফলে ঢাকা যাওয়ার ক্ষেত্রে পরিবহন সংকট থেকে শুরু করে প্রশাসন ও আওয়ামী লীগের হামলা ও বাঁধার মুখে পড়তে হতে পারে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদেরকে এমনটাই জানাগেছে। আর এসকল পরিবহন সংকট ও ক্ষমতাশালী দলের বাঁধা বিপত্তি মোকাবেলা করেই জেলা ও মহানগর বিএনপি’র অঙ্গসংগঠন গুলো ঢাকার মহাসমাবেশে যোগদান করাটা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এবার আর ১০দফা নয়, এবার এক দফা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন দলীটি। আর আগামীকাল শুক্রবার মহাসমাবেশ করে সরকার পতনের একদফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেবে বিএনপি। সেই মহাসমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে সকল বাঁধা বিভক্তি উপেক্ষা করে যোগদান করতে কেন্দ্র থেকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঢাকার মহাসমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের লক্ষাধিক নেতাকর্মীরা যোগদান করবে। মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে সভা করেছে কেন্দ্র। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠন গুলোও নিজ নিজ ভাবে ঢাকার মহাসমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা করে নেতাকর্মীদের দীক নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। নারায়ণগঞ্জ বিএনপির নেতারা জানিয়েছেন, মামলা হামলা ও গ্রেপ্তার আতঙ্ক উপেক্ষা করেই ঢাকার মহাসমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন গুলো প্রায় লক্ষাধিক নেতাকর্মী যোগদান করবে। তবে এবার এটাই দেখার বিষয় আগাশীকাল শুক্রবার ক্ষমতাশালী দলের হামলা ও বাঁধা ও পুলিশের গ্রেফতার আতঙ্ক উপেক্ষা ঢাকার মহাসমাবেশে রাজপথে নেতাকর্মীদের নিয়ে কেমন শোডাউন দেখাবে নারায়ণগঞ্জ বিএনপি।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯