আজ শুক্রবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ ফাল্গুন ১৪৩১ | ২৮ শাবান ১৪৪৬ | রাত ২:৫১

গণপরিবহন বন্ধে স্তব্ধ না’গঞ্জ

ডান্ডিবার্তা | ২৯ জুলাই, ২০২৩ | ১১:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট রাজধানীতে ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধী দলের পাল্টা-পাল্টি সমাবেশের কারণে নারায়ণগঞ্জে গণপরিবহন তেমন চলাচল করতে দেখা যায়নি। যেন স্তব্ধ হয়ে ছিল গোটা নারায়ণগঞ্জ শহর। দুভোর্গ পোহাতে হয়েছে যাত্রী সাধারণের। অনেকে গুরুত্বপূর্ন কাজেও ঢাকা যেতে পারেনি। অনেকে আবার অতিরিক্ত ভাড়া দিয়ে ভেঙ্গে ভেঙ্গে সিএনজি বা অটো বাইকে অতিব জরূরীর জন্য ঢাকা যেতে হয়েছে। সেই সাথে পড়তে হয়েছে পথে পথে বাধার সম্মুখিন। বিভিন্ন পয়েন্টে পুলিশী চেকপোস্ট। পুলিশকে দিতে হয়েছে বিভিন্ন প্রশ্নের জবাব। এতে করে অনেকে পড়েছেন বিড়ম্ভনায়। ঢাকা থেকে ফিরে একাধিক যাত্রী বলেন, ঢাকায় যাওয়ার পথে পুলিশ চেকপোস্টে পুলিশকে যদি তারা বলেছে যে আমরা গাড়ি পাচ্ছিনা যাচ্ছি শান্তির সমাবেশে তাদের পুলিশ কোন প্রশ্ন না করেই ছেড়ে দিয়েছে আর যারা অন্য কোন কাজের কথা বলেছে তাদের পড়তে হয়ে পুলিশী জেড়ারমুখে। সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। বাস কাউন্টারসহ সংশ্লিষ্টরা বলছেন, সমাবেশের কারণে নেতারা সব বাস ভাড়া করে নিয়েছেন। একারণে বাস নেই। গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জের ১ নম্বর রেল গেট এলাকা ও চাষাঢ়া এলাকায় যাত্রী দুর্ভোগের দৃশ্য দেখা যায়। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সিটি বন্ধন পরিবহন, উৎসব ট্রান্সপোর্ট, শীতল এসি ট্রান্সপোর্ট, মৌমিতা বাস বন্ধ ছিল। এছাড়া নারায়ণগঞ্জ-চিটাগাংরোড রুটে চলাচালকারী বন্ধু পরিবহন, বাঁধন পরিবহন বন্ধ ছিল। পুরাতন ঢাকা-নারায়ণগঞ্জ (পাগালা-ফতুল্লা-পঞ্চবটি) রুটে চলাচলকারী আনন্দ পরিবহনও বন্ধ ছিল। সরজমিনে ঘুরে দেখা গেছে, নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও চাষাঢ়া বাস স্ট্যান্ড এলাকার সব বাস কাউন্টার বন্ধ। তবে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় উৎসব ট্রান্সপোর্ট নামের বাসের কাউন্টার খোলা আছে। তবে বাস চলাচল বন্ধ ছিল। কাউন্টারে থাকা কর্মকর্তা চোখ বুজে ঝিমাচ্ছিলেন। বাস চলাচল বন্ধ রয়েছে বলে এই কর্মকর্তা জানান। একইভাবে সিটি বন্ধন পরিবহনের কাউন্টারের পাশে টেবিলে বসে থাকা কয়েকজন ব্যক্তি জানালেন, ‘ঢাকায় সমাবেশের কারণে নেতারা সব বাস ভাড়া করে নিয়েছে। এখন ঢাকায় যেতে হলে সিএনজি বা বিকল্প পরিবহনে করে যেতে হবে।’ সকাল ১১টা থেকে পরিবার সদস্যদের নিয়ে বাস কাউন্টারে বসে আছেন রোজিনা বেগম বলেন, ‘সমাবেশের কারণে নেতারা সব বাস ভাড়া করে নিয়েছে। একারণে কাউন্টারে বাস নেই। এখন পরিবারের সদস্যদের নিয়ে কীভাবে ঢাকায় যাবো? সিএনজি ভাড়া করে ঢাকায় গেলে কয়েকগুণ বেশি ভাড়া গুণতে হবে। একারণে অপেক্ষা করছি, যদি কোনও বিকল্প পরিবহন পাই।’ স্ত্রী ও সন্তানকে নিয়ে বন্ধু পরিবহনের সামনে দাঁড়িয়ে থাকা আফজাল মিয়া বলেন, ‘সমাবেশের কারণে সব বাস বন্ধ করে করে দিবে এটা কেমন কথা। একটা বাসও চলাচল করছে না। এখন কীভাবে ঢাকায় যাবো?’ নারায়ণগঞ্জ মহানগর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম বলেন, ‘শামীম ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে ঢাকার সমাবেশে যোগদানের জন্য ৩৫০টির মত বাস এবং ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা সেখানে যাবেন এজন্য ভাড়া করা হয়েছে।’ নাম প্রকাশ না করার শর্তে এক যাত্রী বলেন, সরকারি দল সাধারণ জনগণের কথা বিবেচনা না করেই সাড়ে ৩শ’ গাড়ি তাদের কব্জায় নিয়ে গেছে আর যে কটি বাকি ছিল তাও আবার অদৃশ্য নিদের্শে বন্ধ করে রাখা হয়েছে। যার দরুন আমাদের ভোগান্তি পোহাতে হয়েছে। যে সরকার নাকি জনবান্ধব বলে বেড়ায় সাধারণ নারায়ণগঞ্জেই একটি সমাবেশ ঘিরে এ চিত্র তা হলে সারা দেশের অবস্থা কেমন হবে তা অনুমান করা যায়। বিএনপর এক নেতা আক্ষেপ করে বলেন, সরকারি দল আমাদের বাধা দেয়ার জন্য গণপরিবহন বন্ধ করে রেখেছিল। তবে আমাদের থামাতে পারেনি। আমরা ঠিকই সমাবেশে যোগ দিয়েছি। হয়তো আমাদের যেতে কষ্ট হয়েছে। সরকারি দল জনগণকে কষ্ট দেয়ার জন্য দেশটাকে স্তব্ধ করে দিয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা